নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আগামী শনিবার নয়, পিছিয়ে আগামী রবিবার বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠক। বোর্ড সূত্রের খবর ২ আগস্টের বৈঠকে আইপিএল ফাইনাল পিছিয়ে যেতে পারে। গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছিলেন, আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে ফাইনাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফাইনাল যদি ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হয়, তা হলে ৫১ দিনের পরিবর্তে মেগা টুর্নামেন্ট হবে ৫৩ দিনের।
আরও পড়ুনঃ মোহনবাগানে কোচিং করাতে আগ্রহী ব্যারেটো
আর ১০ নভেম্বর মঙ্গলবার ফাইনাল হলে এই প্রথম আইপিএল ইতিহাসে সপ্তাহের কাজের দিনে ফাইনালে হবে। প্রত্যেক বার যা হয়ে এসেছে ছুটির দিন রবিবারে। এখন দেখার বিসিসিআই কর্তারা কি সিদ্ধান্ত নেন বৈঠকে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584