ঋতুরাজের ব্যাটে ভর করে ম্যাচে ফিরল চেন্নাই সুপার কিংস

0
52

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:

আইপিএলে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস। রবিবার দুবাইয়ের স্পোর্টস গ্রাউন্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ১৫৬/৬ রান করে।

CSK vs MI
ছবি: টুইটার

ম্যাচের প্রথম ওভারেই ডুপ্লেসি, পরের ওভারে আলীকে ফিরিয়ে দেন অ্যাডাম মিলন। পরপর দুই ওভারে দু দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। এর মধ্যে আম্বাতি রাইডু, অ্যাডাম মিলনের বলে আহত প্যাভিলিয়ন ফিরে যায়। সুরেশ রায়নাকে ফিরিয়ে দেয় ট্রেন্ট বোল্ট।

একসময় চেন্নাই সুপার কিংস তিন ওভারে ৭ রানে ৩ উইকেট হারায়। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ফিরিয়ে দেয় অ্যাডাম মিলন। ধোনি সহ চারজন সাজঘরে ফিরে যায়। সিএসকে স্কোর মাত্র ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪ রান। আজকের ম্যাচে উল্লেখ্য জাসপ্রিত বুমরাহ তাঁর শততম ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এছাড়া অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে আজকের ম্যাচে অধিনায়কত্ব করেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কারেন পোলার্ড।

আরও পড়ুনঃ আসন্ন বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট

চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজা একাশি রানের পার্টনারশিপ করেন। রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ২৬ রানে পোলার্ডের হাতে ধরা পড়েন জাসপ্রিত বুমরাহর বলে। ঋতুরাজ গায়কোয়াড় গুরুত্বপূর্ণ ৮৮ রান করেন মাত্র ৫৮ বলে তার মধ্যে আটটা চার ও তিনটি ছয়ের মার ছিল। বর্ষিয়ান ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ঝড়ো ইনিংস খেলেন মাত্র ৮ বলে ২৩রান করে তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে। মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট ম্যাডাম মিলন ও জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট পান মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট, ৪ ওভারে ৩৫রান দিয়ে দুইটি উইকেট পান, আজকের ম্যাচে সবচেয়ে ব্যয়বহুল বোলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here