ডোমকল রমনা বসন্তপুর জেট সোসাইটি দখল নিয়ে হাতাহাতির অভিযোগ আইপিএস নজরুল ইসলামের

0
367

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার অন্তর্গত আইপিএস ডক্টর নজরুল ইসলামের সোসাইটি দখল করা নিয়ে ঝামেলা হয় বলে সূত্রের খবর।আজ সকালে নজরুল ইসলামকে তার কলেজে গিয়ে প্রাণে মারার চেষ্টা করেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল সেখ সহ তার দলবল বলে অভিযোগ করলেন আইপিএস।

ips nazrul islam | newsfront.co
আইপিএস নজরুল ইসলাম। নিজস্ব চিত্র

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরের পরিবার। উল্টে তাদের পরিবারের অভিযোগ যে, কাউন্সিলরের ভাইকে এবং তার কাকাকে বেধড়ক মারধর করেছেন আইপিএস।পরিবার সূত্রে জানা যায় যে, আজ সকালে রমনা বসন্তপুর কলেজে কাউন্সিলরের ছোট কাকা ভাদু সেখ, যিনি দীর্ঘদিন চাকরি করেন ওই কলেজে, তিনি তার প্রাপ্য বেতন চাইতে যান।

আরও পড়ুনঃ তৃণমূল ত্যাগী শ্যামাপ্রসাদকে দলে নেওয়ার বিরুদ্ধে বিষ্ণুপুরে বিজেপি কর্মীদের বিক্ষোভ

যদিও তা না দিয়ে, তাকে চাকরি থেকে বেরকরে দেওয়া হয়েছে বলে অভিযোগ।সেই চাকরির পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হতে হল বলে জানাচ্ছেন পরিবার।যদিও এখনও মূল অভিযুক্ত কাউন্সিলর মাজেদুল সেখের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুনঃ ভগবানগোলায় গঙ্গা পাড়ের ভাঙ্গন প্রতিরোধের কাজে গরমিলের অভিযোগ গ্রামবাসীদের

এই ঘটনায় ডোমকল থানায় অভিযোগ দায়ের করেছেন আইপিএস নজরুল ইসলাম।আইপিএস বলেন, “যেখানে আমার মত একজন আইপিএসের কোনো নিরাপত্তা নেই সেখানে কী করে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে।

দিদির রাজ্যে এখন আইন বলে কিছু নেই। বেশ কিছু দিন থেকে আমাদের সোসাইটি দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমি থাকায় সেটা পেড়ে উঠছে না, তাই আমাকে প্রাণে মারার চেষ্টা করছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here