বর্ষবরণের জটলা কাটানোর প্রস্তুতি দেখতে পার্কস্ট্রিটে গোয়েন্দা প্রধান

0
147

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

আর আট দশ ঘণ্টা পর থেকেই জমে উঠবে পার্কস্ট্রিটে বর্ষবরণ উৎসব। তা নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছে কলকাতার পুলিশ প্রশাসন। যদিও দিল্লি-সহ বেশ কয়েকটি মেট্রো শহরে কার্ফু জারি করে সেখানে বর্ষবরণ উৎসব বন্ধ করে দিয়েছে প্রশাসন।

police officers | newsfront.co
প্রস্তুতি পরিদর্শন। নিজস্ব চিত্র

কিন্তু কলকাতায় পুলিশ প্রশাসন এই উৎসব চালু রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিকেল থেকেই মানুষজন আসা যাওয়া শুরু করবে। তার আগে সকাল ১১টা থেকেই পার্কস্ট্রিটের নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শন করতে শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের উচ্চ পর্যায়ের টিম। যুগ্ম কমিশনার অপরাধ (গোয়েন্দাপ্রধান) মুরলীধর শর্মা সকালেই পৌঁছে যান পার্কস্ট্রিটে। ডিসি পদমর্যাদার দুই অফিসারকে নিয়ে তিনি পার্কস্ট্রিটের সব কটি চেক পয়েন্ট ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ বর্ষবরণের রাতে নাইট কার্ফু জারি দিল্লিতে

যত বেলা গড়াবে তত ভিড় বাড়বে পার্কস্ট্রিটে। কীভাবে কোন পয়েন্টে মাস্কবিহীন মানুষের গতিবিধির উপর নজরদারি চালানো হবে, তাদের কীভাবে ভিড় থেকে আলাদা করে বের করে এনে চেক পয়েন্টে নিয়ে আসা হবে, এই বিষয়ে যাবতীয় প্রযোজনীয় নির্দেশ দিলেন মুরলীধর শর্মা। পুলিশের কয়টি টিম মোতায়েন থাকবে? কীভাবে জহরলাল নেহরু রোড থেকে অ্যালেন পার্ক হয়ে মল্লিকবাজার মোড় পর্যন্ত বিভিন্ন টিম মোতায়েন থাকবে? সেই ব্যাপারে যাবতীয় নির্দেশ দেন যুগ্ম কমিশনার অপরাধ মুরলীধর শর্মা।

আরও পড়ুনঃ করোনা আত্মপ্রকাশের বর্ষপূর্তিতে টিকার ন্যায্য বণ্টনের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যাঁরা মাস্ক পরে আসবেন, তাঁরাও যাতে এক জায়গায় বেশি জটলা না করতে পারেন, তার দিকেও লক্ষ্য থাকবে প্রশাসনের। বিশেষত অ্যালেন পার্কের আশপাশে যেখানে এমনিতেই বেশি ভিড় হয়, সেখান থেকে মানুষকে দূরে রাখার জন্য গার্ড রেল বা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

কীভাবে গোটা এলাকাটা আলাদা করে দেওয়া হবে, তাও সকালে সরেজমিনে খতিয়ে দেখা হয়। পার্ক স্ট্রিট, নিউমার্কেট সহ ধর্মতলা চত্বর পুরোটাই পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here