নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু ইরানে

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিজেদের তৈরি এক করোনাভাইরাসের টিকা নিয়ে মানবদেহে পরীক্ষা শুরু করল ইরান। ইরান সরকার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে পারছেনা তারা, তাই নিজেদের আবিষ্কৃত টিকা দিয়েই তারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে। ইরানের আবিষ্কার করাএই টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরানব্লেসিং।

Covid vaccine trial | newsfront.co
টিকা হাতে এক স্বাস্থ্যকর্মী। ছবিঃ বিবিসি

সেতাদ নামে ইরানের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে যে, তাদেরই একটি সংস্থা শিফা ফার্মড, এই টিকা আবিষ্কার করেছে। ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল সফল হলে প্রতিমাসে তারা এক কোটি বিশ লক্ষ ডোজ টিকা উৎপাদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে যাঁরা এই টিকা প্রয়োগের স্বেচ্ছাসেবক হচ্ছেন তাঁরা সকলেই এই রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তা।

একজন উর্ধ্বতন সরকারী কর্মকর্তার কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবারের কন্যাকে প্রথম এই টিকা দেয়া হয়েছে, দেশীয় টিকার ওপর যাতে সাধারণ মানুষের আস্থা তৈরি হয় সেজন্যই এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ টিকা নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

ইরানের সরকারি টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দেশের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি বলেছেন, “ইরানের জনগণের কাছে আমরা এই বার্তাই দিতে চাই যে, আমরা মানুষের শরীরে যে ইনজেকশন দেব, তার ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। তা সত্বেও যদি পরবর্তীতে কোন জটিলতা সৃষ্টি হয়, আমরা সবাই এবং আমাদের সবার পরিবার তা স্বেচ্ছায় মেনে নেব।”

আরও পড়ুনঃ করোনা নিয়ে প্রতিবেদন, মহিলা সাংবাদিককে কারাদন্ড চিনের

পাশাপাশি, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহাম্মদ মোখবার বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরান গণহারে এই টিকা তৈরি করতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানেই করোনাভাইরাস অতিমারীর অবস্থা সবচেয়ে ভয়াবহ। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছেন ইরানে। মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন আরও প্রায় ১২ লক্ষ মানুষ।

ইরানের নেতারা বার বার অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা করোনাভাইরাসের টিকা আনতে পারছেন না। যদিও ঔষধপত্র এবং মানবিক ত্রাণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হবে বলে বলা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের টিকা সব দেশে বিতরণের জন্য যে কোভাক্স কর্মসূচী নিয়েছে, ইরান তাতে যোগ দিয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এই উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানিরও পরিকল্পনা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here