নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জেনারল কাসেম সোলেইমানির মৃত্যু যে আমেরিকার বিরুদ্ধে ইরানকে খেপিয়ে তুলেছে তা নিয়ে সন্দেহ নেই। সোলেইমানির শেষযাত্রায় যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার ঘোষণা করা হয়েছিল, তখনই বোঝা গিয়েছিল ইরানের বুকে কত চাপা ক্ষোভ রয়েছে।
মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইল হামলার পরের দিনই বাগদাদে রকেট হামলা চালাল ইরান। বুধবার বাগদাদের গ্রিন জোন এলাকায় দু’টি রকেট বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে পরিস্থিতি তদারকিতে আসছে ১৭ দেশের প্রতিনিধি দল
রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বাগদাদের গ্রিন জোনে যেখানে মার্কিন দূতাবাস-সহ, পাশ্চাত্যের অনেক দেশের দূতাবাস রয়েছে, সেখানে মধ্যরাতে পর পর দু’টি রকেট বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। হামলার পরেই নিরাপত্তা বাহিনীর সাইরেন বাজানো হয়। ফলত সতর্ক হয়ে যান বাসিন্দারা।
বুধবারের এই হামলা নিয়ে হোয়াইট হাউস এখনও কোনও মন্তব্য করেনি। এর আগে মঙ্গলবার, ইরাকের সেনা বাহিনীতে ব্যালেস্টিক মিসাইল হামলা করে ইরান। সেই হামলাতে কেউ মারা যায়নি বলে দাবি করেছিলেন ট্রাম্প।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584