ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

0
53

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চরম সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে আটকের ব্যাপারে ইন্টারপোলকে সাহায্যের আর্জি জানিয়েছে ইরান। গত জানুয়ারি মাসে বাগদাদে মার্কিন ড্রোন হানায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেমানি। সোমবার জানা যায়, ওই হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরও কয়েক ডজন লোকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। ট্রাম্প সত্যিই গ্রেফতার হবেন, এমন সম্ভাবনা নেই। কিন্তু ইরানের আচরণে বোঝা যায়, আমেরিকার সঙ্গে তাদের শত্রুতা চরমে পৌঁছেছে।

trump | newsfront.co
ফাইল চিত্র

তেহরানের প্রসিকিউটর আলকাসিমের জানিয়েছেন, গত ৩ জানুয়ারি ড্রোন হামলায় ট্রাম্প ও আরও জনা তিরিশকে অভিযুক্ত করেছে ইরান। তাঁদের বিরুদ্ধে খুন ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় নিহত হয়েছিলেন কাসেম সোলেমানি। যদিও ইন্টারপোলের থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুনঃ গালওয়ান উপত্যকায় কালো ত্রিপলের ছাউনি, উপগ্রহ চিত্রে সেই ছবি

ইরানের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ইন্টারপোলকে বলা হয়েছে, ট্রাম্প ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে যেন ‘রেড নোটিস’ জারি করা হয়। এই নোটিস জারি করলেই যে অভিযুক্ত গ্রেফতার হবে এমন কোনও কথা নেই। কিন্তু সাধারণত কারও বিরুদ্ধে রেড নোটিস জারি হলে সে যে দেশে থাকে সংশ্লিষ্ট সরকার তার গতিবিধি নিয়ন্ত্রণ করে।

জেনারেল সোলেমানি ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান ছিলেন। বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে তিনি নিহত হন। এই ঘটনার প্রতিশোধ নিতে ইরানও ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here