নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ইরানের কুদ’স বাহিনীর জেনারল কাসেম সোলেইমানির শেষকৃত্যতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ঘোষণা করা হল। তবে কোনও সরকারি নির্দেশে এমন ঘোষণা করা হয়নি।
ইরানি সরকারি চ্যানেল ‘মাশাদ’-এ সোলেইমানির শেষকৃত্য লাইভ সম্প্রচারিত হয়। সেখানে পৌরহিত্যের দায়িত্বে যিনি ছিলেন তিনি অগণিত জনগণের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা ৮ কোটি ইরানি।
ভিডিও সৌজন্যঃ গার্ডিয়ান নিউজ ইউটিউব চ্যানেল
আমরা প্রত্যেকে যদি ১ ডলার করে সরিয়ে রাখি, তাহলে ৮ কোটি মার্কিন ডলার জমানো যাবে। যে ট্রাম্পের মাথা এনে দিতে পারবে, তাকে ওই টাকা পুরস্কার দেব আমরা।’’
আরও পড়ুনঃ দিল্লির বিধানসভা ভোট ৮ ফেব্রুয়ারি, তিন দিন পর গণনা
তবে কূটনীতিকরা মনে করছেন, এমন প্রচারে ইরান-আমেরিকার রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি সম্পর্কে প্রথমে ভুয়ো প্রচার হয় যে ইরান সরকারই এরকম বার্তা ছড়িয়েছে। পরে অবশ্য বার্তাটির সত্যতা সকলের সামনে উঠে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584