ইমরানের দলের সরকার গঠনের ঘোষণা এখনো বাকি

0
80

ওয়েবডস্কঃ

একদিকে, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট সমর্থন আছে।অন্যদিকে ইমরান খানকে আটকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা।

পাকিস্তানের ৩৪২ আসনের জাতীয় পরিষদে ২৭২ আসনে নির্বাচন হয়। এর মধ্যে গত ২৫ জুলাইয়ের নির্বাচনে অনুষ্ঠিত ২৭০ আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। সরকার গঠন করতে প্রয়োজন ১৩৭ আসন।

পিটিআইয়ের মুখপাত্র দাবি করেন, তারা ১৮০ এমপির সমর্থন পাবেন। গতকাল শুক্রবার এমকিউএম পিটিআইকে সমর্থন জানিয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গেছে। অন‍্যদিকে, কারাগারে আটক নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগও সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে আলোচনা শুরু করেছে। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানান, সরকার গঠনে তারা ১৮০ এমপির সমর্থন পাবেন বলে মনে করছেন।

পিটিআইকে সংখ্যালঘু প্রমাণ করতে জোট বাঁধার পরিকল্পনা করছে অপর দুই প্রধান বিরোধী দল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার এক দফা আলোচনাও সেরে ফেলেছে পিএমএল (এন) এবং প্রয়াত বেনজির ভুট্টোর পিপিপি। পাশাপাশি অন্য ছোট দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গেছে । নির্বাচনে পিপিপি ৪৩ আসন এবং পিএমএল (এন) ৬৪ আসন পেয়েছে।

এখন, দেখাযাক ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা কন্টকমূক্ত হয় কি না?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here