ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:
৬০০’র বেশি সুপারভাইজারকে ছাঁটাই করল আইআরসিটিসি পূর্বাঞ্চল কর্তৃপক্ষ ।
জানা গেছে এটা ছাঁটাইয়ের প্রথম পর্ব। এই আইআরসিটিসি সুপারভাইজারদের মূল কাজ খাবারের মান যাচাই করা থেকে খাবার প্যাকিং, দাম নির্ধারণ ও সর্বোপরী তদারকি করা। জানা গেছে এরা প্রত্যেকেই হোটেল ম্যানেজমেন্টে স্নাতক। যেহেতু পূর্বাঞ্চলের সদর দপ্তর কলকাতায় ফলে ছাঁটাই হওয়া সুপারভাইজারদের অধিকাংশই কলকাতা ও আশেপাশের এলাকার বাসিন্দা। মূলত তারা হাওড়া শিয়ালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া গুরুত্বপূর্ণ ট্রেন গুলিতে তদারকি করতেন বলে জানা গেছে।
আসলে দীর্ঘ লকডাউনের ফলে ট্রেন চলাচল বন্ধ। তাই আইআরসিটিসি কর্তৃপক্ষের দাবি দীর্ঘদিন এভাবে কাজ না করিয়ে তাদের বাড়িতে বসিয়ে রেখে আর বেতন দেওয়া সম্ভব নয়। জানা গেছে তাই এক মাসের নোটিশে প্রথম পর্যায়ে প্রায় ৬০০’র বেশি সুপারভাইজারকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই এর ফলে পূর্বাঞ্চলের প্রায় দেড়শো তরুণ-তরুণী কর্মহীন হয়ে পড়লেন বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584