ট্রেনের টিকিট কাটা আরও সহজ করতে নিয়মে বদল আনল রেল

0
94

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আগেই ছিল। এবার অনলাইনে টিকিট কাটার নিয়মেই নতুন একটি বদল এনেছে রেল। এই নতুন বদলের ফলে যেমন অনলাইনে টিকিট কাটা সহজ হয়ে যাবে, তেমনই টিকিট বাতিল করলে সঙ্গে সঙ্গে টিকিটের টাকা ফেরতও পাওয়া যাবে। এমনকী ওয়েটিং লিস্টের টিকিট যদি কনফার্ম না হয়, যদি অন্য কারণে টাকা কাটা হয় তাহলেও সেই টাকা সঙ্গে সঙ্গেই ফেরত পাবেন যাত্রীরা।

Indian Railways

সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরজিম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর ওয়েবসাইটে এই সুবিধা যুক্ত হয়েছে। অনলাইনে এই নতুন পদ্ধতিতে টিকিট কাটার ক্ষেত্রে সময়ও অনেকটা কম লাগবে। আর টিকিট কোনও কারণে বাতিল করা হলে তার টাকাও ফেরত পাবেন যাত্রীরা। এমনটাই জানানো হয়েছে রেলের তরফ থেকে। টিকিট কাটা বা টিকিট বাতিল করার পদ্ধতিতে নতুন বদল আনলেও নতুন পদ্ধতিতে টিকিট কাটার যাবতীয় প্রাথমিক নিয়ম একই থাকছে।

আরও পড়ুনঃ আগামীকাল মেট্রোর নন-এসি রেকের বিদায় অনুষ্ঠান মহানায়ক উত্তমকুমার স্টেশনে

ওয়েবসাইটে পেমেন্ট অপশনে এবার যুক্ত হয়েছে আইআরসিটিসি-আইপে। গ্রাহক এখানে নিজের ডেবিট কার্ড বা ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য একবার দিয়ে রাখলেই তা কার্যকরী হয়ে যাবে। আইআরসিটিসি-আইপে ব্যবহার করার সময় বারবার এই তথ্য দিতে হবে না। ফলে যাত্রীদের সময়ও বাঁচবে আর খাটনিও বাঁচবে। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে শুধু ট্রেন নয়, বিমান ও বাসের টিকিটও কাটা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here