শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
আর কিছু দিন পেরোলেই আসবে দুটো উৎসবের দিন। নভেম্বর মাস প্রায় শেষের দিকে, আগামী ডিসেম্বর মাসে ২৫ তারিখ বড়দিন বা ক্রিসমাস। তাঁর এক সপ্তাহ পড়েই নববর্ষ। এই দুটি দিনকে কেন্দ্র করে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই উৎসবে মেতে উঠে। উৎসবকে মানিয়ে তুলতে মানুষ এক জায়গা আর এক জায়গায় পাড়ি জমান। দেশের প্রধান এবং অন্যতম যোগাযোগ মাধ্যম ট্রেনে উপচে ভীড়। সেই ভীড় এড়াতে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছেন রেল কর্তৃপক্ষ।
যদিও ট্রেন গুলো চলবে যাবতীয় কোভিড-১৯ এর বিধি মেনে। যাত্রীদের ট্রেন চাপতে হবে যাবতীয় কোভিড নির্দেশাবলী মেনে। ইতিমধ্যে ২০ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে স্পেশাল ট্রেনগুলোর। টিকিট পাওয়া যাবে নির্ধারিত টিকিট কাউন্টার থেকে এবং অনলাইন ওয়েব সাইট IRCTC থেকে বুক করা যাবে।
আরও পড়ুনঃ সাত্বিক ট্রেন, নিষিদ্ধ হতে চলেছে ট্রেনে আমিষ খাবার খাওয়া ও বহন করা
যে ট্রেন গুলো চলবে তার মধ্যে অন্যতম দুটি ট্রেনের নম্বর হল ০১৫৯৬ এবং ০১৫৯৫। ট্রেনগুলো চলবে মাঁদগাও জংশন থেকে পানভেল পর্যন্ত। ০১৫৯৬ নম্বরের ট্রেনটি চালু হবে ২১ নভেম্বর থেকে। চলবে ২০২২ সালের ২ রা জানুয়ারি পর্যন্ত। অন্যটি চালু হবে ২২ শে নভেম্বর, চলবে ৩ রা জানুয়ারি পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584