সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ
হ্যাং হয়ে গেল আইআরসিটিসি-র ওয়েব সাইট। লকডাউনে বন্ধ ছিল রেল যোগাযোগ, কিন্তু গতকাল রেলের তরফ থেকে জানানো হয় যে, দূরপাল্লার ট্রেন চলবে ১২মে মঙ্গলবার থেকে আর তার জন্য আজ বিকেল থেকে টিকিট বুকিং করা যাবে কেবল মাত্র আইআরসিটিসি ওয়েবসাইট থেকে অনলাইন এর মাধ্যমে।
কাউন্টারে গিয়ে কাটা যাবে না টিকিট, স্পেশাল ট্রেনের টিকিট বুকিং কেবল আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে করা যাবে ৷ এই বিশেষ ট্রেন নয়াদিল্লি স্টেশন থেকে বিলাসপুর, ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পটনা, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই পর্যন্ত চলবে ৷
Data pertaining to special trains is being fed in the IRCTC website. Train ticket bookings will be available in a short while. Please wait. Inconvenience is regretted.
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
এদিন বিকেল ৪টে থেকে টিকিট বুকিং শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু দেরিতে ওয়েবসাইট (https://www.irctc.co.in/nget/) খুলছিল। তারপর বোঝা গেল আসল কারন, ওয়েবসাইটের হোমপেজ খুলছিল না। পেজ খুললেও টিকিট বুকিং করতে সমস্যায় পড়তে হচ্ছিল ৷
Timings of Special Trains to be run w.e.f. 12.05.20 pic.twitter.com/mVzMCNwzBa
— Ministry of Railways (@RailMinIndia) May 11, 2020
সাধারণ মানুষের সমস্যা হচ্ছে দেখে ভারতীয় রেল ট্যুইট করে জানিয়েছে,‘ আইআরসিটিসি ওয়েবসাইটে
রেলের তরফে জানানো হয়েছে ওয়েবসাইট হ্যাং হয়ে গিয়েছে ৷ এর জন্য আপাতত বুকিং বন্ধ রয়েছে। ফের ৬টা থেকে বুকিং শুরু হবে ৷ এই ট্রেনে যাত্রা করার জন্য রেলের তরফে কিছু শর্ত রাখা হয়েছে ৷
আরও পড়ুনঃ বুকেব্যাথা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী
যাত্রীদের ট্রেনের ছাড়ার সময়ের ২ ঘণ্টা আগে স্টেশনে পৌঁছতে হবে ৷ ভ্যালিড ও কনফার্ম টিকিট থাকবে কেবল তবেই স্টেশনে ঢুকতে পারবে যাত্রীরা৷ প্রত্যেক যাত্রীদের স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে ৷সমস্ত যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ৷ এই অ্যাপ ছাড়া ট্রেনে বোর্ডিং করা যাবে না ৷ এমনকি ট্রেনে কম্বল বা চাদর দেওয়া হবে না যাত্রীদের৷ রাস্তায় খাওয়ার বা জল মিলবে না ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584