নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ফারাক্কায় নদীর ভাঙ্গন পরিদর্শনে সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান।
ফরাক্কা বিধানসভার অন্তর্গত আকুড়া ঘাট থেকে শুরু করে অর্জুনপুর ঘাট পর্যন্ত নদী ভাঙ্গন পরিদর্শন করলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মহাশয়া ও জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়।
সাবিনা ইয়াসমিন জানান , এই ভাঙ্গন প্রতিরোধে জন্য ইতিমধ্যেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বেশ কিছু জায়গায় যেমন পোড়াপাড়া, কালিচক এই জায়গাগুলো বেশ ভয়ঙ্কর অবস্থায় রয়েছে তাই সেই জায়গাগুলোতে বিশেষ ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায়।
আরও পড়ুনঃ ভরতপুরে করোনা পরিস্থিতি পরিদর্শনে মুর্শিদাবাদ জেলা শাসক
এছাড়া আরও জানান যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জী কথাতেই আজ আমাদের এই পরিদর্শন উনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এমনকি কেন্দ্র সরকার দ্বারা যে কাজ করার কথা ছিল সেইসব কাজ রাজ্য সরকার দ্বারা সম্পন্ন করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584