ঢাকায় থানায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস

0
65

মুনিরুল তারেক, বাংলাদেশঃ

বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনা জঙ্গি হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। তবে ইন্টারনেটে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ বার্তা দিলো, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

Pallabi police station | newsfront.co
সংবাদ চিত্র

আজ ২৯ জুলাই রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে এ তথ্য। সাইট ইনটেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের একটি দফতরে হামলার দায় স্বীকার করেছে আইএস। ২০১৯ সালের আগস্টের পর রাজধানী ঢাকায় আইএসের এটাই প্রথম হামলা। ঈদুল আজহার আগে নতুন লড়াইয়ের অংশ হিসেবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে আইএস’।

এর আগে, আজ সকাল ৭টার দিকে পল্লবী থানা অভ্যন্তরে বিষ্ফোরণ ঘটে। এতে আহত হন ৪ পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক। ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক জঙ্গি হামলার গোপন খবরে পুলিশের সতর্ক বার্তার কয়েক দিনের মাথায় ঘটলো এই বিষ্ফোরণ।

explosion report | newsfront.co
সংবাদ চিত্র

আহতরা হচ্ছেন- পুলিশ পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং জনতা রিয়াজ। এদের মধ্যে রোমিও এবং রিয়াজের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গতকাল ২৮ জুলাই তিনজন ভাড়াটিয়া খুনিকে গ্রেফতার করেছিলো পল্লবী থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তলসহ কিছু জিনিসপত্র। এর মধ্যে ওয়েট মেশিন (ওজন পরিমাপ করার যন্ত্র) সাদৃশ্যের একটি বস্তু ছিলো। সেটিও থানার ভেতরে জমা রাখা হয়।’ ‘আজ সকালে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়।’ ডিসি ওয়ালিদ বলেছেন, ‘কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে, সেটা নিয়ে তদন্ত চলছে।’

আরও পড়ুনঃ ঢাকায় থানার ভেতরে বিস্ফোরণ, পুলিশ-সহ আহত ৫

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ঈদুল আযহাকে কেন্দ্র করে এই পরিকল্পনা। বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সূত্রে এই তথ্য জানতে পেরে দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে কড়া সতর্ক বার্তা দিয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (অপারেশনস-১) সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠি ইস্যু করা হয় চার দিন আগে।

ওই চিঠিতে বলা হয়, গোয়েন্দা তথ্যে পুলিশ জানতে পেরেছে- হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের কোনো বিশেষ টিম, স্থাপনা বা যানবাহন। এছাড়া, বিমানবন্দর, দূতাবাস বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমারের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে। হামলার দিন-তারিখ না উল্লেখ থাকলেও চিঠিতে সময়কাল ধরা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা। হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের এই নির্দেশনায় উল্লেখিত ঘটনার সময়কাল, ঘটনাস্থল আজকের এই থানা অভ্যন্তরে বিষ্ফোরণের ঘটনার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here