উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে পারলেই কি পুলিশের প্রমোশন?

0
120

ওয়েবডেস্কঃ-

উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে পারলেই কি প্রমোশন?
প্রশ্নটি উঠছে কারণ সাম্প্রতিক উত্তরপ্রদেশ পুলিশের কান্ডকারখানা দেখে। নতুন সরকার আসার পরই একের পর এক এনকাউন্টার হয়েই চলেছে। কয়েকদিন আগে তো আলিগড়ে রীতিমত ঘটা করে মিডিয়া ডেকে এনকাউন্টার করা হয়।দেশ জুড়ে হৈচৈ পড়ে যায়।
তারপরই অ‍্যাপেল কর্তার এনকাউন্টার।এতে যোগী সরকার যথেষ্ট ব‍্যাকফুটে চলে আসে।মুখ খুলতেও বাধ‍্য হন তিনি। দেওয়া হয় তদন্তের নির্দেশ।

জিতেন্দর আগে ও পরে প‍্যারালাইজড অবস্থায়

এখানেই শেষ নয়। সম্প্রতি ২৬ বছরের প্রাক্তন বডিবিল্ডার জিতেন্দর যাদব দাবি করেন যে গত ফেব্রুয়ারি মাসে প্রমোশনের জন্য মদ‍্যপান করে তার উদ্দেশ্যে গুলি চালায় এক সাব-ইনেসপেক্টর।

দ‍্যা প্রিন্ট সূত্রে জানা গেছে যে তার বোনের বিয়ের পর জিতেন্দর তার তিন বন্ধুকে বিদায় দিতে  বাড়ির বাইরে যায়। তখন ঐ সাব-ইনেসপেক্টর রাত্রি বেলায় চারজন একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারেনা বলে তাদের উপর চড়াও হয়। তাদের পুলিশের গাড়িতে তোলে।জিতেন্দর ও তার বন্ধুরা প্রতিবাদ করলে, গাড়ির ভেতরেই পেছন দিকে বসে থাকা তাদের দিকে গুলি চালায়।

গুলি চালানোর সময় ঐ সাব ইন্সপেক্টর নাকি জিতেন্দরকে বলেন, ‘এক দো এনকাউন্টার করকে প্রমোশন তো লে লুঁ!’ অর্থাৎ, ‘একটা দুটো এনকাউন্টার করে প্রমোশন তো নিয়ে নিই!’

গুলি লাগে যাদবকে, যে এখন প‍্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই।এটাও একটি ফেক এনকাউন্টার হিসেবে প্রমাণিত হয়।তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্রমোশনের নেশায় কি উত্তরপ্রদেশ পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে এনকাউন্টারে মেতে উঠেছে?(ছবি সৌজন্যে-দ‍্যা প্রিন্ট)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here