ধর্ষণে অভিযুক্ত কান্ডা’ই কি এখন ‘বেটি বাঁচাও’ স্লোগান দেওয়া বিজেপির ত্রাতা-উঠছে প্রশ্ন

0
122

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

হরিয়ানা বিধানসভা ফলাফলের পর চল্লিশ আসন পাওয়া বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে যখন মাত্র ছয় আসন দূরে তখনই গোপাল কান্ডা বিজেপিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য প্রাইভেট জেট থেকে অন্য এক বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির দিল্লি অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

is Gopal Kanda the survivor for BJP at Haryana
সাংবাদিক সম্মেলনে গোপাল কান্ডা। চিত্র সৌজন্যঃ এএনআই

তার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যখন তিনি এ বিষয়ে মুখ খোলেন, তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন উঠে আসতে শুরু করে যে কন্যা বাঁচাও স্লোগান দেওয়া বিজেপি কি বিমান সেবিকা এক কন্যা ধর্ষণে অভিযুক্ত এবং আদালত দ্বারা দুটো আত্মহত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত গোপাল কান্ডার কাঁধের উপর ভর করেই সিংহাসন আরোহনের বৈতরণী পার করবে?

is Gopal Kanda the survivor for BJP at Haryana
দিল্লির পথে। ছবিঃ টুইটার

হরিয়ানা থেকে গোপাল কান্ডাকে তুলে নিয়ে যাওয়া সিরসার বিজেপি সাংসদ সুনিতা দুগ্গল দলকে জানিয়েছিলেন যে কান্ডাসহ অন্য দলের কিছু নেতারা নিঃশর্তে বিজেপিকে সমর্থন করতে রাজি, এবং তিনিই সবটা দেখছেন।

is Gopal Kanda the survivor for BJP at Haryana
গোপালকে গ্রেফতারের দাবিতে বিজেপির আন্দোলন। ছবিঃ টুইটার

গতকাল হরিয়ানা-মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে, বিজেপিতে ক্রমবর্ধমান অশান্তি শুরু হয় যখন তারা ৯০ বিধানসভা আসন বিশিষ্ট হরিয়ানায় মাত্র ৪০ আসনে সীমাবদ্ধ থেকে যায়। সংখ্যাগরিষ্ঠতা পেতে এবং আবারও ক্ষমতা আসতে তাদের অন্তত ৪৬ টি আসন পেতে হতো। হরিয়ানা বিধানসভার ইতিহাসে কংগ্রেস ব্যতীত অন্য কোনও দল পর পর দু’বার ক্ষমতায় আসতে পারেনি। তবে জল যেদিকে গড়াচ্ছিল তাতে মনে হচ্ছিল যে বিজেপি নতুন ইতিহাস তৈরি করবে এবং তার ত্রাণকর্তা হবেন সিরসা থেকে নির্বাচিত নির্দল প্রার্থী গোপাল কান্ডা।

বিমান সেবিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং নির্যাতিত বিমান সেবিকা ও তার মায়ের আত্মহত্যার দায়ে জেল খাটা গোপাল কান্ডা ২০১৪ সালের মার্চ মাসে জামিনে মুক্তি পান। বিমান সেবিকা হিসাবে কর্মরত ২৩ বছর বয়সী এই কন্যা ২০১২ সালের আগস্টে দিল্লির অশোক বিহারে তার নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন। আক্রান্ত বিমান সেবিকা তাঁর সুইসাইড নোটে গোপাল কান্ডা ও অরুনা চাড্ডাক নামক আরও এক ব্যক্তিকে তার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। এই ঘটনার ছ’মাস পর মেয়ের আত্মহত্যার দুঃখ সামলাতে না পেরে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তাঁর মাও একই বাড়িতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিলেন।

এখন এই গোপাল কান্ডা যদি বিজেপির নতুন ত্রাণকর্তা হয়ে ওঠেন তাহলে দল কন্যাদের কার কাছ থেকে বাঁচাবে? সেই সময়, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, যিনি তৎকালীন বিজেপি মহিলা মোর্চার প্রধান ছিলেন, হরিয়ানা রাজ্য মহিলা মোর্চার সহযোগিতায় গোপাল কান্ডার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ও প্রচার চালান।

এই কান্ডাই এই মুহুর্তে বিজেপির অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠায় বেঁধেছে বিতর্ক। সারাদিন সোশ্যাল মিডিয়া উত্তাল। ঘটনায় প্রবীণ বিজেপি নেত্রী উমা ভারতী যে কান্ডাকে নিয়ে দলের অবস্থানে মোটেও খুশি নন তা তিনি একাধিক টুইট বার্তায় স্পষ্ট করে দিয়েছেন।এদিকে কংগ্রেসও আবার কাণ্ডা কাণ্ডে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here