আমেরিকা-ইরান পরমাণু চুক্তি কি বাতিলের মুখে?

0
161

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট

বুধবার তেহরানে এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমেরিকা পরমাণু চুক্তি বাতিল করলে ইরানও সেখান থেকে সরে যাবে।

তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলো জোরালোভাবে পরমাণু সমঝোতার পক্ষে আওয়াজ তুলছে। তারা এ চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে। এমন ভূমিকা প্রশংসাযোগ্য। তবে ট্রাম্পের প্রতি শুধু তাদের আহবান বা নিন্দাই যথেষ্ট নয়। চুক্তি বাতিলে হোয়াইট হাউস যে উদ্যোগ নিচ্ছে, ইউরোপকে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অন্যথায় ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি বাতিল করলে ইরানও একই পথে হাঁটবে।

ছবি-টুইটার

প্রসঙ্গত, গত শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র।  তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। খামেনি মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে  ‘প্রলাপ ও অপলাপ’ বলেও আখ্যা দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, যুক্তরাষ্ট্র আইএস-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে। আর এ কারণে যারাই জঙ্গিদের মোকাবিলা করছে তাদের উপরই ক্ষুব্ধ হচ্ছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমাদের সব উন্নতি ঘটেছে অবরোধের মধ্যে। যুক্তরাষ্ট্রের বিদ্বেষী আচরণ সত্ত্বেও আমরা আরও শক্তিশালী হয়েছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here