স্পোর্টস ডেস্কঃ-
ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে হারলেও সানরাইজার্স হায়দ্রাবাদ আছ আরও একটি সুযোগ পাচ্ছে আজ কেকেআরের বিরুদ্ধে। আজকের ম্যাচে জয়ী দল আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।
কিন্তু তার আগেই ম্যাচ ফিক্সিং এর গুঞ্জন।এর মূলে হটস্টারের একটি ভিডিও। তাই অনেকের মনেই প্রশ্ন উঠছে, তবে কি ফাইনালে চেন্নাইয়ের প্রতিপক্ষ কে হবে সেটা আগেই নির্ধারিত হয়ে আছে?
হটস্টার একটি প্রোমো শেয়ার করেছিল। ভিডিওতে চেন্নাইয়ের প্রতিপক্ষ হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে দেখানো হয়েছে। ভিডিওতে লেখা ওঠে- কে হতে যাচ্ছে আইপিএল ইতিহাসে তিনবারের টাইটেলধারী।বিতর্ক শুরু তার পরেই।তড়িৎ গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পরই ভিডিওটি সরিয়ে ফেলে হটস্টার।
তবে ভারতের মতো ক্রিকেট পাগল দেশে বার বার ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া বার বার উঁকি দিয়েছে। আইপিএলও ব্যতিক্রম হয়নি।প্রশ্ন-এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এর দায় ভার কে নেবে?
(ছবি-সংগৃহীত)
(নিউজ সূত্র-http://www.dnaindia.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584