নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নদিয়ার অনেক কেন্দ্রেই সংযুক্ত মোর্চার প্রার্থী নিয়ে জোটের মধ্যে চাপানোতর চলছে বেশ কিছুদিন ধরেই। এরমধ্যে কৃষ্ণগঞ্জে আইএসএফ প্রার্থী করে অনুপকুমার মণ্ডলকে। তিনি মনোনয়নও জমা দেন এরপর দলীয় অশান্তির জেরে সিপিআইএম তাকে প্রার্থী পদ প্রত্যাহার করতে বলে।
তিনি রাজি না হওয়ায় সিপিআইএম ঝুনু বৈদ্যকে প্রার্থী করে। এদিকে ঝুনু বৈদ্য মোর্চার প্রার্থী বলে দেওয়াল লিখনও হয়ে যায়।এবার আইএসএফ-এর প্রথম প্রার্থী অনুপ কুমার মন্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি কর্মী ও সমর্থকদের তৃণমূলে ভোট দিতে বলছেন।
আরও পড়ুনঃ ১৩জন ভোটকর্মীর বিরুদ্ধে এফআইআর, বাংলার ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের
আগামী ১৭ এপ্রিল ভোট, তার আগেই মোর্চায় এমন ঝামেলায় পরিস্থিতি বেশ গোলমেলে।বিজেপিকে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টিকারী দল বলে ভোট না দিতেও আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি সিপিআইএম প্রার্থী ঝুনু বৈদ্যের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন তিনি। আসলে কে মোর্চার প্রার্থী সে নিয়ে বেঁধেছে গোলযোগ।
উল্লেখ্য, চাপড়া ও কৃষ্ণগঞ্জে নতুন করে প্রার্থী দেয় সিপিআইএম। চাপড়ায় আইএসএফ প্রার্থী কাঞ্চনা মৈত্রর পাশাপাশি জাহাঙ্গির আলি বিশ্বাসকে সিপিআইএম প্রার্থী করেছে একই সঙ্গে কৃষ্ণগঞ্জে আইএসএফ প্রার্থী অনুপকুমার মণ্ডলের পাশাপাশি সিপিআইএম ঝুনু বৈদ্যকে প্রার্থী করেছে। স্বাভাবিক ভাবেই দ্বন্দ্ব জোট শরিকদের মধ্যে।
আরও পড়ুনঃ জামুড়িয়া’তে জয় শ্রীরাম ধ্বনি তুলে ঐশী ঘোষের ওপর হামলা
এই দ্বন্দ্বের ফলে যে আদতে সুবিধে তৃণমূলের এমনটাই বলছেন ওয়াকিবহাল মহল। অনুপবাবু নিজেও বলেছেন, সিপিআইএম প্রার্থী আসনটি জিততে পারবে না, কিন্তু যেকোনো ভাবে আটকাতে হবে বিজেপিকে। তাই তিনি নিজের অনুগামীদের তৃণমূলে ভোট দিতে বলেছেন। সব মিলিয়ে পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584