কন্যাশ্রী প্রকল্পে পাওয়া টাকাই মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলো পড়ুয়া

0
45

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

করোনা মোকাবিলার জন্য কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া পঁচিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন বর্ধমান শহরের এক কলেজ পড়ুয়া ঈশিকা বন্দোপাধ্যায়।

students | newsfront.co
তহবিলে দান পড়ুয়ার। নিজস্ব চিত্র

জানা গেছে, লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা এই পরিবার।তার বোন ঈশানীও টিফিনের পয়সা বাঁচিয়ে এক হাজার একশো এগারো টাকা ওই তহবিলে জমা দেয়।

আরও পড়ুনঃ  সংক্রমণকে উপেক্ষা করেও দেশের কাজ,সমাজসেবককে হ্যাণ্ডওয়াস বিলি হোটেল মালিকের

জানা যায়, ঈশানী সদর শহরের একটি স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্রী। এদিন জেলা শাসকের হাতে এই টাকা তুলে দেয় দুই বোন।দুই মেয়ের সঙ্গে মা মিঠু বন্দোপাধ্যায়ও এক লক্ষ টাকা দেন ওই করোনা মোকাবিলার এই ত্রাণ তহবিলে।

এ বিষয়ে মিঠুদেবী বলেন, ‘লকডাউনের জন্য অনেকেরই খাবারের সংস্থান নেই। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে প্রথমে বড় মেয়ে ঈশানি এগিয়ে আসে। তাকে দেখে ছোট মেয়ে এবং আমিও উৎসাহিত হয়েছি।’

এমনকি সকলকে সামর্থ্য অনুযায়ী অনুদানের আর্জি জানান তিনি। এদিন পরিবারের এই উদ্যোগকে যথেষ্ট অভিনন্দন জানান জেলাশাসক বিজয় ভারতী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here