অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
নিজের শততম টেস্ট খেলতে নামার আগে নিজের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আবেগপ্রবন ভারতীয় পেস বোলার ইশান্ত শর্মা।
রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশান্ত বলেন, “শততম টেস্টের খুব কাছে ছিল ধোনি। মনে আছে ইংল্যান্ডে খেলার সময় বলেছিল যে ওর কাছে শততম টেস্ট খেলাটা খুব গুরুত্বপূর্ণ নয়। তার বদলে ঋদ্ধিমান সাহাকে তৈরি করার দিকে মন দেওয়া উচিত বলে মনে করেছিল ও। আমার মনে হয় সেই কারণেই অবসর নিয়ে নেয় ও।“
ধোনি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে। সেই ম্যাচে ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে খেলছিলেন ইশান্ত।
আরও পড়ুনঃ হৃদযন্ত্রে অস্ত্রোপচার বিষাণ সিংহ বেদীর, সুস্থ আছেন কিংবদন্তি ক্রিকেটার
তিনি বলেন, “আমার খারাপ লেগেছিল সেই ম্যাচে পুরো খেলতে না পারায়। বার বার ইঞ্জেকশন নিচ্ছিলাম। ধোনিকে বললাম আর বল করতে পারছি না। ও বলল করতে হবে না। পরে আমাকে বলল, “লম্বু আমাকে এই ম্যাচে মাঝ পথে ছেড়ে দিলে। প্রথমে বুঝতে পারিনি, তখন ধোনি বলল এটাই আমার শেষ টেস্ট ম্যাচ।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584