নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একাধিক দুর্নীতি মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ব্রিটেন থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে সেদেশের সরকার। ব্রিটিশ সরকার যাতে শরিফকে পাকিস্তানের হাতে প্রত্যার্পণ করে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।
সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চিকিৎসার কারণেই ২০১৯ সালের নভেম্বর থেকে ব্রিটেনে রয়েছেন পিএমএল-এন (পাকিস্তান মুসলিম-লিগ-নওয়াজ) সুপ্রিমো শরিফ।
আরও পড়ুনঃ ভোট প্রচারে নিয়ম ভেঙে কোভিড চিকিৎসা চলাকালীন হাসপাতালের বাইরে ট্রাম্প!
কিন্তু পাকিস্তানের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনও আটকে রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব নওয়াজকে দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যমে চেষ্টা করতে।
আরও পড়ুনঃ হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারে চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী তিন গবেষক
ঠিক হয়েছে, নিয়ম মেনে আবেদনের পাশাপাশি শরিফকে প্রত্যার্পণের জন্য আনুষ্ঠানিকভাবেও পাক সরকারের তরফে অনুরোধ করা হবে। মন্ত্রিসভার ওই সদস্য জানিয়েছেন, ব্রিটেন ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যার্পণ চুক্তি নেই। কিন্তু, এক্ষেত্রে বিশেষ ব্যবস্থার মাধ্যমে প্রত্যার্পণ হতেই পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584