নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের কু-প্রভাব পড়েছে রথযাত্রাতেও। সরকারি নির্দেশিকা মেনে শুধুমাত্র পুরীর রথ ছাড়া অন্য কোনও রথের চাকাই গড়াবে না আজকে। কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রাও এবছর স্থগিত রয়েছে। তবে রথযাত্রা না পালন করা হলেও রীতিনীতি মেনেই হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পূজার্চনা।
আজ, মঙ্গলবার ডিজিটাল মাধ্যমে ঘরে বসেই কলকাতা ইসকনের ‘রথযাত্রা’ দর্শন করতে পারবেন ভক্তরা। উৎসাহীদের জন্য তাদের ওয়েবসাইট এবং ফেসবুকে লাইভ সম্প্রচার হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর চার দেওয়ালের অন্দরেই পালন করা হচ্ছে কলকাতা ইসকনের রথযাত্রা। ভোর সাড়ে চারটে নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রার ঘুম ভাঙানোর হবে।
আরও পড়ুনঃ শুধুমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
এরপর স্নান করিয়ে নতুন কাপড়, অলঙ্কারে সাজানো হবে। সকাল সাড়ে সাতটা নাগাদ হবে আরতি। আটটায় দেওয়া হবে ৫৬ ভোগ। তারপর বিগ্রহকে মূল সিংহাসন থেকে নামিয়ে নীচের হলঘরে বসানো হবে। সেই মতো মন্দিরের নীচের হলেই সাজানো হয়েছে জগন্নাথের মাসির বাড়ি।
আরও পড়ুনঃ বিশ্বে নবম স্থানে মুকেশ আম্বানি
সেখান থেকে ন’দিন পর উল্টোরথে প্রভু ফিরবেন নিজের বাড়িতে অর্থাৎ মূল সিংহাসনে। মুখপাত্র রাধারমন দাস জানান, অন্যান্য বছরের মতো রথযাত্রা পালন না করা হলেও এবছর জগন্নাথদেব, বলরাম, সুভদ্রার পূজার্চনায় কিন্তু কোনও খামতি থাকছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584