অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
চলতি আইএসএলের সেমিফাইনাল ও ফাইনালের তারিখ ঘোষণা করল এফএসডিএল। এবারের আইএসএল ফাইনাল আগামী ১৩ মার্চ। সেমিফাইনালের চারটি ম্যাচ হবে ৫-৯ মার্চ।
এবারের লিগে যেহেতু দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১, তাই ম্যাচের সংখ্যাও ৯৫ থেকে বেড়ে হয়েছে ১১৫। এ বারের মতো উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দিতায় ঠাসা লিগ আর কোনও ম্যাচে হয়নি। বেশির ভাগ ম্যাচেই যেমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তেমনই অনেক ম্যাচেরই ফয়সালা হয়েছে শেষ মুহূর্তের গোলে। এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি ছাড়া কোন দু’টি দল সেমিফাইনালে উঠবে। শেষ দুটি স্থানের জন্য চারটি দল লড়াই করে যাচ্ছে অনবরত।
গতবারের মতো এবারেও ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে আইএসএল ৭-এর ফাইনাল। এই নিয়ে তৃতীয়বার এই স্টেডিয়ামে হতে চলেছে দেশের সেরা ফুটবল লিগের ফাইনাল।
আরও পড়ুনঃ আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মরিস
দুই সেমিফাইনালের প্রথম লেগ হবে ৫ ও ৬ মার্চ। চার সেমিফাইনালিস্ট তাদের ফিরতি লেগের ম্যাচ খেলবে ৮ ও ৯ মার্চ। সেমিফাইনালের ম্যাচগুলি হবে বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে ও ফতোরদায়।
এই মরশুমে সেমিফাইনালে ‘অ্যাওয়ে গোল রুল’ কার্যকর করা হচ্ছে না। যে দল দুই লেগ মিলিয়ে বেশি গোল করবে, তারাই ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে।
আরও পড়ুনঃ স্মিথ এলেন দিল্লিতে, অবিক্রিত হরভজন, কেদার
আগামী ২৮ ফেব্রুয়ারি দুই শীর্ষস্থানীয় দল এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে লিগ পর্ব শেষ হচ্ছে। যে দল লিগ সেরা হবে, তারা লিগশিল্ড পাবে ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মরশুমে গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। সেরা চারটি দল নিশ্চিত হলে ঘোষণা করা হবে কোন সেমিফাইনালে খেলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584