নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনার কারণে আইপিএল হোক বা আইএসএল সকল ধন কুবের ফ্রাঞ্চাইজির লক্ষ্মীর ভাণ্ডারে টান। এবার আইএসএলে আর্থিক ক্ষতি সামাল দিয়ে ফি মকুব করার জন্য লীগ কর্তৃপক্ষর কাছে আবেদন করছে আইএসএলের সব ফ্র্যাঞ্চাইজিরা। তারা আয়োজক এফএসডিএলের কাছে আবেদন জানাল যাতে ফ্র্যাঞ্চাইজি ফি কিছুটা হলেও কমিয়ে দেওয়া হয়। যদি এফএসডিএল এতে রাজি হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের ক্ষতি অনেকটাই পূরণ করতে পারবে।
প্রায় প্রত্যেক সিজনেই দলগুলো গড়ে ৩০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ে। তাদের উপার্জনের একমাত্র উপায় সেন্ট্রাল পুলের রেভিনিউ সিস্টেম। যা নিয়মে প্রত্যেক মরসুমে ফ্র্যাঞ্চাইজিরা ১৩ কোটি টাকা পেয়ে থাকে। তবে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হওয়ায় সেই আয়ের অর্থ প্রায় পায় না ফ্র্যাঞ্চাইজিরা। ১৬ কোটি টাকা প্রত্যেক দল দিয়ে অংশ গ্রহণ করে টুর্নামেন্টে।
অন্যবার ক্ষতি হয় এবার তো হবেই। একটি মাত্র শহরে বায়ো বাবল নিরাপত্তায় খেলতে হওয়ায় খরচ বাড়বেই। তাছাড়া সময় বেড়েছে, নভেম্বর থেকে মার্চ পাঁচ মাস ধরে হবে টুর্নামেন্ট। তার আগে অক্টোবর মাসে অনুশীলন খরচ আছে।
আরও পড়ুনঃ ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা, প্রশ্ন চেয়ার অক্ষত থাকা নিয়ে
বেঙ্গালুরু এফসি-র সিইও মন্দার তামহানে জানান, “অতিমারীর কারণে একটা মাত্র রাজ্যে ক্লোজড ডোরে টুর্নামেন্ট আয়োজন করায় ফ্র্যাঞ্চাইজিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন। এই কারণেই আমরা এই মরসুমে ফ্র্যাঞ্চাইজি ফি কম নেওয়ার আবেদন করেছি।“ যদিও যাতায়াত খরচ কমে যাবে তবুও তাদের ভয় কাটছে না। এখন এফএসডিএলের উত্তরের অপেক্ষায় সবাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584