কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়া সূচি ঘোষণা করা হল। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ও আর্থিক দিক থেকে এগিয়ে থাকায় ইন্ডিয়ান সুপার লিগ আগামী ১৯ নভেম্বর গোয়া ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার এর সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২১-২২ এর আইএসএল লীগের সূচনা।
এবারের আইএসএলের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে গোয়া ফতোরদা ও তিলক ময়দান স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং কয়েকটি ম্যাচ রাত সাড়ে নটা থেকে শুরু হওয়ার কথা যদিও ভারতীয় ফুটবলে এত রাতে ম্যাচ এই প্রথম শুরু করছে আইএসএল কর্তৃপক্ষ।
🚨 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋 🚨
𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗔𝗖𝗧𝗜𝗢𝗡-𝗣𝗔𝗖𝗞𝗘𝗗 #𝗛𝗲𝗿𝗼𝗜𝗦𝗟 𝗦𝗘𝗔𝗦𝗢𝗡 𝗔𝗪𝗔𝗜𝗧𝗦 🙌#LetsFootball
— Indian Super League (@IndSuperLeague) September 13, 2021
উল্লেখ্য, প্রথম আইএসএল ডার্বি ম্যাচ এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল -এর মধ্যে ২৭ নভেম্বর সন্ধ্যা ৭:৩০ টায় অনুষ্ঠিত হইবে। যদিও উভয় দলই ম্যাচ পেছনের জন্য আবেদন করেছিল। কিন্তু সে কথা গ্রাহ্য করা হয়নি।
Last season's finalists, @atkmohunbaganfc, will get the new season underway once again 🟢🔴
Take a look at the Mariners' first 10 fixtures for #HeroISL 2021-22 🗒️#LetsFootball pic.twitter.com/m4W5oiIZHE
— Indian Super League (@IndSuperLeague) September 13, 2021
And finally, the men in 🔴🟡 embark on their 2nd #HeroISL season with a new unit 👊
Here's how @sc_eastbengal begin their upcoming campaign 🗒️#LetsFootball pic.twitter.com/MrJsJuexL1
— Indian Super League (@IndSuperLeague) September 13, 2021
আরও পড়ুনঃ ম্যানচেস্টার টেস্ট-এর ক্ষতি, ইসিবি’র পাশে ভারতীয় বোর্ড
গতবারের ফাইনাল লিস্ট ছিল এটিকে মোহনবাগান ও লীগের নিচের শাড়িতে শেষ করে এসসি ইস্টবেঙ্গল ক্লাব লগ্নিকারী সংস্থার কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েনের পর অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ক্লাব ও ইনভেস্টর বা লগ্নিকারী সংস্থার মধ্যে সমস্যার সমাধান হয়। তাই বাঙালিরা আগামী ২৭ শে নভেম্বর এটিকে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584