প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের ইসলামপুর চম্পাবাগ এলাকার কয়েকজন ব্যবসায়ীর উদ্যোগে রোজগার বন্ধ হয়ে যাওয়া যৌনকর্মীদের মধ্যে চাল, ডাল, আলু, সোয়াবিন ও তেল সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হলো শুক্রবার। লকডাউনের প্রভাব পড়েছে এখানকার যৌনপল্লীতেও। অনেকেরই রোজগার বন্ধ হয়ে যাওয়ার জন্য দুবেলা পেটপুরে খাবার জুটছে না। চরম খাদ্য সংকটে রয়েছে ওখানকার মানুষ। এমনটা ভেবেই সেখানে এগিয়ে গেলেন বেশ কয়েকজন ব্যবসায়ী।
আরও পড়ুনঃ মাস মাইনের পুরো টাকায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান রায়গঞ্জের শিক্ষাবন্ধুর
ব্যবসায়ীদের পক্ষে জানানো হয়েছে, লকডাউনে জাতীয় সড়কে ট্রাক চলাচল কমে যাওয়াতে যৌনকর্মীরা সঙ্কটে পড়েছেন। এই কারনে তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। অন্যদিকে, বেশ কিছুদিন ধরে এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে ধারাবাহিক ভাবে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বন্টন করার পর এবার পুলিশকর্মীদের সহযোগিতায় এগিয়ে এলেন সমাজকর্মীরা। উত্তর দিনাজপুর জেলার পুলিশকর্মীদের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তাদের হাতে তুলে দেন শুকনো খাবার এবং পানীয় জলের বোতল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584