নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাইক আরোহীদের হেলমেট, মাস্ক পড়া নিয়ে কড়া হল ইসলামপুর জেলা পুলিশ। হেলমেট কিংবা মাস্ক পড়ে না এলে শুধু সচেতন করাই নয়, শাস্তি হিসেবে কাউকে বাড়ির থেকে হেলমেট নিয়ে আসতে হচ্ছে বা দোকানে গিয়ে মাস্ক কিনতে হচ্ছে। তবেই ট্র্যাফিক পুলিশের হাত থেকে ছাড়া পাচ্ছেন মোটরবাইক চালকরা। ইসলামপুর ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে শুক্রবার শুরু হয়েছে এই অভিযান।
বছরভর হেলমেট পড়ার জন্য বাইক চালকদের নানানভাবে সচেতন করা হলেও আদতে লাভ কিছুই হয়নি বলে অভিযোগ। একশ্রেণীর বাইক চালক রয়েছেন, যারা আইনকে তোয়াক্কা না করে কখনোই হেলমেট পড়েন না বলে অভিযোগ। আর এর জন্যই একের পর এক বড় ধরনের দুর্ঘটনা ঘটছে শহরে। ঘটছে মৃত্যুর ঘটনাও। তবুও সচেতন করা যায়নি একশ্রেণীর বাইক চালককে।
আরও পড়ুনঃ বীরভূমে এবার বসতে চলেছে করোনা পরীক্ষার কিয়স্ক মেশিন
তাই এবার হেলমেটহীন চালকদের চিহ্নিত করে যাদের বাড়ি আশে পাশে রয়েছে তাদের বাইক আটকে বলা হচ্ছে বাড়ি থেকে হেলমেট নিয়ে আসার জন্য। যারা হেলমেট নিয়ে আসতে পারছেন তারা ছাড়া পেয়ে যাচ্ছেন। আর যারা আনতে পারছেন না তাদের সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসলামপুরের ট্র্যাফিক ওসি সমীক চ্যাটার্জী জানান, চার চাকার চালকদেরও ফিডব্যাক ব্যবহার নিয়ে সচেতন করা হচ্ছে। তাদের গাড়ি দাঁড় করিয়ে সিট বেল্ট লাগাতে বলা হচ্ছে। তারপর গাড়ি ছাড়া হচ্ছে। এমনকি যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের কারোর কারোর পকেট থেকে রুমাল বের করে তা ব্যবহার করার পর তাদেরকে ছাড়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584