সুদীপ পাল,বর্ধমানঃ
গত ২ ফেব্রুয়ারি দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির সেই রাজনৈতিক জনসভায় যোগ দিয়েছিলেন দুর্গাপুর ইস্কন মন্দিরের প্রধান মহারাজ-সহ বেশ কয়েকজন সাধু। রাজনৈতিক সভায় কেন তাঁরা উপস্থিত হয়েছেন? এই প্রশ্ন করতে তাঁদের উত্তর ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রীকে দেখতে তাঁরা এসেছেন। ঘটনাটি এখানেই থেমে থাকেনি।
এরপর বর্তমান রাজ্য শাসকদলের পক্ষ থেকে সাধুদের উপস্থিতির তীব্র নিন্দা করা হয়। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জী ইস্কনের সাধুদের নিয়ে কটাক্ষ করেন। বিষয়টি নিয়ে ধর্মীয় সংগঠনের পাশাপাশি সাধুদেরকে নিয়ে মন্তব্য করার জন্য সমালোচিত হতে থাকে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ মায়াপুর ইস্কনের রথ যাত্রার সূচনায় বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী
বিষয়টি ক্রমশই যখন উত্তপ্ত হচ্ছিল সেই সময় দু’পক্ষই দুর্গাপুর ইস্কন মন্দিরেই যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দেয়। ইস্কন মন্দিরের প্রধান অভুধার্যচন্দ্রদাস ব্রহ্মচারী মহারাজ জানান, গত ২রা ফেব্রুয়ারি বিজেপির রাজনৈতিক জনসভায় যোগ দেওয়া তাঁদের মোটেও ঠিক হয়নি, এই ঘটনায় তাঁরা সমস্ত অনুগামী ও ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।
অন্যদিকে উত্তমবাবু নিজের মন্তব্যে তিনি দুঃখিত ও মর্মাহত বলে জানান। তিনি এও বলেন, ইস্কন মন্দির ও সেখানকার সমস্ত সেবায়িত গঙ্গা জলের মতো পবিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584