২৫ নভেম্বর ‘কার্টোস্যাট-৩’ ছাড়ছে ইসরো

0
42

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

isro mission | newsfront.co
চিত্র সৌজন্যঃ টুইটার

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো জানিয়েছে, আগামী ২৫ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ টি বাণিজ্যিক ন্যানো উপগ্রহ-সহ পৃথিবী চিত্র এবং ম্যাপিং উপগ্রহ কার্টোস্যাট -৩ উৎক্ষেপণ করবে।

উপগ্রহগুলি ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল ৪৭ দ্বারা অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি) SHAR থেকে একটি সান সিঙ্ক্রোনাইসড্‌ কক্ষপথে চালু করা হবে।

ইসরো জানিয়েছে, ২৫ নভেম্বর ২০১৯ এ ৯ টা ২৮ মিনিটে উপগ্রহটি লঞ্চ করা হবে।

কার্টোস্যাট -৩ উপগ্রহটি থার্ড জেনারেশনের একটি উন্নত উপগ্রহ, যার হাই রেজোলিউশন ইমেজিং ক্ষমতা রয়েছে। স্যাটেলাইটটি কক্ষপথে ৯৭.৫ ডিগ্রি কোণ করে ৫০৯ কিলোমিটার দূরে স্থাপন করা হবে। পিএসএলভি-সি ৪৭ উপগ্রহটি ‘পিএসএলভি-এক্সএল’ কনফিগারেশন এর ২১ তম উপগ্রহ যার ৬ টি সলিড স্ট্র্যাপ-অন মোটর রয়েছে।

আরও পড়ুনঃ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্যানেলের আজকের বিষয় ‘হোয়াটসঅ্যাপ স্নুপিং’

একটি জাতীয় গণমাধ্যুমের প্রতিবেদন থেকে জানা যায়, পিএসএলভি-সি ৪৭ মহাকাশ বিভাগের নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) এর বাণিজ্যিক ব্যবস্থার অংশ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৩ টি বাণিজ্যিক ন্যানো উপগ্রহ বহন করবে।

ইসরো জানিয়েছে, এটি এসডিএসসি-এসএআর, শ্রীহরিকোটার ৭৪ তম উপগ্রহ প্রক্ষেপণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here