নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো জানিয়েছে, আগামী ২৫ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩ টি বাণিজ্যিক ন্যানো উপগ্রহ-সহ পৃথিবী চিত্র এবং ম্যাপিং উপগ্রহ কার্টোস্যাট -৩ উৎক্ষেপণ করবে।
উপগ্রহগুলি ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল ৪৭ দ্বারা অন্ধ্রপ্রদেশের শ্রীহারিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি) SHAR থেকে একটি সান সিঙ্ক্রোনাইসড্ কক্ষপথে চালু করা হবে।
#ISRO #PSLV-C47 set to launch #Cartosat3 and 13 Nanosatellites of USA from Satish Dhawan Space Centre in Sriharikota at 0928 Hrs IST on Nov 25, 2019, subject to weather conditions.
Updates will continue. pic.twitter.com/RbtjHLlEfZ— ISRO (@isro) November 19, 2019
ইসরো জানিয়েছে, ২৫ নভেম্বর ২০১৯ এ ৯ টা ২৮ মিনিটে উপগ্রহটি লঞ্চ করা হবে।
কার্টোস্যাট -৩ উপগ্রহটি থার্ড জেনারেশনের একটি উন্নত উপগ্রহ, যার হাই রেজোলিউশন ইমেজিং ক্ষমতা রয়েছে। স্যাটেলাইটটি কক্ষপথে ৯৭.৫ ডিগ্রি কোণ করে ৫০৯ কিলোমিটার দূরে স্থাপন করা হবে। পিএসএলভি-সি ৪৭ উপগ্রহটি ‘পিএসএলভি-এক্সএল’ কনফিগারেশন এর ২১ তম উপগ্রহ যার ৬ টি সলিড স্ট্র্যাপ-অন মোটর রয়েছে।
আরও পড়ুনঃ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্যানেলের আজকের বিষয় ‘হোয়াটসঅ্যাপ স্নুপিং’
একটি জাতীয় গণমাধ্যুমের প্রতিবেদন থেকে জানা যায়, পিএসএলভি-সি ৪৭ মহাকাশ বিভাগের নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড (এনএসআইএল) এর বাণিজ্যিক ব্যবস্থার অংশ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ১৩ টি বাণিজ্যিক ন্যানো উপগ্রহ বহন করবে।
ইসরো জানিয়েছে, এটি এসডিএসসি-এসএআর, শ্রীহরিকোটার ৭৪ তম উপগ্রহ প্রক্ষেপণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584