ইসরোর মহাকাশ যানে মোদীর ছবি সাথে গীতা

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

২০২১ এর প্রথম মহাকাশ অভিযান ইসরোর। রবিবার সকালে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। একই সঙ্গে ভগবত গীতার ডিজিটাল কার্ড ভার্সন মহাকাশে পাঠিয়ে ইতিহাস রচনা করলো ইসরো। শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ হয়। ইসরোর প্রধান কে শিবন এদিন ব্রাজিলের মহাকাশ গবেষনা প্রতিনিধি দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Brazil Amazonia | newsfront.co
ছবিঃ এএনআই

পিএসএলভি রকেটের ৫৩তম মিশন ছিল এটি। আমাজোনিয়া-১ ছাড়াও আরও ১৮টি উপগ্রহ পাঠানো হয়েছে মহাকাশে।অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় অবস্থিত শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সকাল ১০.২৪ মিনিটে উৎক্ষেপণ হয় পিএসএলভি-সি৫১ রকেট। এই উপগ্রহগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ হল সতীশ ধাওয়ান স্যাট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি এই মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে। স্পেস কিডজ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপগ্রহের সঙ্গে ভগবত গীতার সিকিউরড ডিজিটাল কার্ডও পাঠানো হয়েছে ।

আরও পড়ুনঃ এবার টিকা নিতে দিতে হতে পারে টাকা

আমাজোনিয়া-১ হল প্রথম কোনও ব্রাজিলিয়ান উপগ্রহ যা ইসরো থেকে মহাকাশে পাঠানো হল, ৬৩৭ কেজি ওজনের একটি পর্যবেক্ষক উপগ্রহ এটি। মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডল, জলবায়ুর তারতম্যের তথ্য-ছবি মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠাবে এই উপগ্রহ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here