নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ লাগু করার বিরোধিতা করে দেশজুড়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি যখন তুঙ্গে, ঠিক সেই সময় সিএএ সম্পর্কে একটি মন্তব্য করে সবাইকে সতর্ক করে দিলেন কংগ্রেস নেতা সাংসদ ও আইনজীবী কপিল সিবাল।
তিনি বলেন যে কোনও রাজ্য সরকার যদি বলে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করবে না তবে তা অসাংবিধানিক হবে। তাঁর মতে এনপিআর না করলে বোঝা যাবে না কে দেশের নাগরিক আর কে নয়। তাই কোনও রাজ্য কেন্দ্রের অসহযোগিতা করলেই এনপিআর কার্যকর রদ করা যাবে। ফলে সিএএ বাস্তবায়িত হওয়া বেশ অসম্ভব হবে। কিন্তু সংসদে পাস হওয়া কোনও আইন লাগু করা যাবে না, তা দাগিয়ে দিতে পারবে না কোনও রাজ্য সরকার।
পাঞ্জাবের কংগ্রেস ও কেরলের বাম সরকার ইতিমধ্যেই বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জও করেছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং পাঞ্জাবের মন্ত্রী অমরিন্দর সিং। এই ক্ষেত্রে সিবাল বলেন, সিএএ নিয়ে কারও আপত্তি থাকলে সে বিধানসভায় এর বিরোধিতা করতে পারে কিন্তু সংসদে পাশ হওয়া কোনও আইন লাগু হলে দেশের মানুষ সমস্যায় পড়বেন এই যুক্তি দিয়ে কেউ সিএএ লাগু না করতে চাইলে তাকে অসাংবিধানিক বলেই মানা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584