আমেরিকায় করোনা প্রতিরোধে বিজ্ঞান নয়, নেতৃত্ব দিচ্ছে রাজনীতি, দাবি অপসারিত স্বাস্থ্য কর্মকর্তার

0
57

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘বিজ্ঞান নয়, রাজনীতি’ নেতৃত্ব দিচ্ছে, ঠিক এমনটাই বলছেন চাকরিচ্যুত স্বাস্থ্য কর্মকর্তা। আমেরিকায় করোনা ভাইরাস প্রতিষেধক আবিষ্কার প্রচেষ্টা সরকারি সংস্থার নেতৃত্ব ছিলেন রিক ব্রাইট, গত মাসে তাকে তাঁর পদ থেকে অপসারন করা হয়।

Rick Bright | newsfront.co
রিক ব্রাইট, অপসারিত স্বাস্থ্য কর্মকর্তা। ছবিঃ এএফপি

সেই রিক ব্রাইট দাবি করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে গিয়ে কথা বলেছিলেন বলেই তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এদিন আমেরিকান কংগ্রেসকে বলেছেন করোনাভাইরাসের কারণে দেশটি ‘সাম্প্রতিক সময়ের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীতকাল’এর মুখোমুখি হতে পারে। তাঁর দাবি, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত চিকিৎসা করার বিষয়ে মানুষকে সতর্ক করাতেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আরও পড়ুনঃ সংক্রমন রোধে ব্যর্থ ট্রাম্প দিশেহারা, চিনের সাথে চুক্তি না মানার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে কোনো মুখ খোলেননি। হয়তো নির্বাচনের কথা মাথায় রেখে তার এই চুপ করে থাকা। আমেরিকান কংগ্রেসের তরফ থেকে তাদের সদস্যদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সাব কমিটিকে গঠন করেন, এদিন সেখানে রিক ব্রাইট বলেছেন যে, “বহু প্রাণহানি হয়েছে’ কারণ প্রাদুর্ভাবের শুরুর দিকে সরকার ‘নিষ্ক্রিয়’ ভূমিকা পালন করেছে।”

তিনি এর পাশাপাশি আরো বলেন যে, “আমি তখনও বলেছি এবং এখনও তার পুনরাবৃত্তি করছি, কারণ এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেওয়া উচিত বিজ্ঞানের, রাজনীতির নয়,” পাশাপাশি সবার জন্য তিনি সতর্ক বার্তাও দেন এদিন তার কথায় করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের ‘কাজ করার সুযোগ’ দিন দিন ‘বন্ধ’ হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী সরকার।

আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এখনই যথাযথ পদক্ষেপ নিতে না পারি তাহলে এই মহামারি আরও খারাপ পর্যায়ে যাবে এবং দীর্ঘায়িত হবে।ট্রাম্প সরকারের নিজের মতো করে চলছে, এই করোনা থেকে মুক্তি কিভাবে ঘটবে সেই দিকে নজর না দিয়ে বরং আগামী নির্বাচনে কি ভাবে জিতবে সেটাই তার লক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here