নতুন বছরে জয়ের খাতা খুলে স্বস্তি পাচ্ছেন ফাউলার

0
51

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

Robbie Fowler | newsfront.co

আইএসএলের প্রথম জয়ের পর যতটা না আনন্দিত, তার চেয়েও বেশি স্বস্তি পেয়েছেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। দীর্ঘ লড়াইয়ের পর দলটাকে যে ক্রমশ জয়ের রাস্তায় আনতে পেরেছেন, এটাই স্বস্তির কারণ। রবিবার ভাস্কোর তিলক ময়দানে ওডিশা এফসি-কে ৩-১ গোলে হারানোর পরে সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ফাউলার বলেন, “জয় পেতে কার না ভাল লাগে। সাফল্য সব সময়ই সুখের। গত পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছি আমরা। এটা যথেষ্ট পেশাদার পারফরম্যান্স। আমরা ক্রমশ দলটাকে তৈরি করছি এবং এখনও অনেক কাজ বাকি আছে। নতুন বছরটা খুব ভাল ভাবে শুরু করেছি আমরা। আশা করি, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব আমরা।“

রবিবার ভাস্কোর তিলক ময়দানে হিরো আইএসএলের প্রথম জয় তুলে নেয় ফাউলারের দল। অ্যান্থনি পিলকিংটন ও জাক মাঘোমা প্রথমার্ধে গোল করে এগিয়ে দেন দলকে। লাল-হলুদ বাহিনীতে সদ্য যোগ দেওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার ব্রাইট ইনোবাখারে হিরো আইএসএলের অভিষেক ম্যাচের শেষ দিকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে দলের হয়ে একমাত্র গোলটি করেন ওডিশার ব্রাজিলীয় ফরোয়ার্ড দিয়েগো মরিসিও।

আরও পড়ুনঃ প্রথমার্ধে দল ব্যালেন্সড ফুটবল খেলছে না নর্থ ইস্ট ম্যাচ জিতে বললেন হাবাস

সাতটি ম্যাচ খেলার পরে অবশেষে জয়ের রাস্তায় আসা নিয়ে ফাউলারের মন্তব্য, “আমরা গত কয়েকটি ম্যাচে ভালই খেলেছি। কিছু কিছু পরিবর্তন করেছি আমরা। আজকের ম্যাচটা জেতা খুবই দরকার ছিল আমাদের। ইতিবাচক ফল পাওয়ার জন্য আমরা খুবই পরিশ্রম করি। আমাদের খেলার একটা নির্দিষ্ট ধরন রয়েছে। এই ধরনটাকে খুব সোজাসাপ্টা রাখতে চাই। এটা রাখতে পারলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। প্রত্যেক খেলোয়াড়েরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি চাই আমার দলের ছেলেরা প্রত্যেকেই নিজেদের ভূমিকায় স্বচ্ছন্দে থাকুক এবং দলকে জয় এনে দিক।“ দলের ছেলেদের আত্মবিশ্বাস বজায় রাখার কাজটাই এত দিন ধরে করে আসছেন তিনি, জানিয়ে দেন ফাউলার। বলেন, “এই কদিনে ছেলেদের বারবার বলে এসেছি, আমরা ভাল খেলতে থাকলে জয় আসবেই। আমি আগেই বলেছিলাম, জয় থেকে আমরা খুব একটা দূরে নেই। আজ তা-ই হল।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here