মারাদোনার পর এবার চলে গেলেন আর এক বিশ্বকাপ নায়ক পাওলো রোসি

0
65

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এই ২০২০ সালের শেষ কোথায়! সেটা কেউ জানে না! এইবছর কেড়ে নিচ্ছে একের পর এক তারকাদের প্রাণ গোটা বিশ্বতে। ক্রীড়াজগৎ ও ফুটবলও তার ব্যতিক্রম নয় দিয়েগো মারাদোনা, আলেজান্দ্রো সাবেয়ার পর এবার চলে গেলেন ইতালির অন‍্যতম সেরা স্ট্রাইকার পাওলো রোসি। বুধবার তিনি প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পাওলো। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

Paolo Rossi | newsfront.co

১৯৭৬ সালে প্রথম ইতালির জাতীয় দলের হয়ে অভিষেক হয় পাওলো রোসির। কিন্তু কয়েক বছর খেলার পর তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। ম‍্যাচ গড়াপেটায় প্রমাণিত হওয়ায় পাওলোকে নির্বাসনে যেতে হয়। নির্বাসন উঠতেই তাঁকে ১৯৮২ এর বিশ্বকাপ স্কোয়াডে ডেকে নিয়েছিলেন ইতালির জাতীয় দলের তৎকালীন কোচ এনজো বিয়েরজোত।

তাই নিয়ে ইতালির সংবাদপত্রে ব‍্যাপক সমালোচনাও হয়। সেই বিশ্বকাপের শুরুর দিকে খুব একটা ভাল খেলছিলেন না পাওলো। তবুও কোচ তাঁকেই খেলিয়ে যাচ্ছিলেন। তাই নিয়েও বিস্তর সমালোচনা। কিন্তু তারপরেই অন‍্য পাওলো রোসিকে দেখল ফুটবল বিশ্ব।

আরও পড়ুনঃ দল গোল পেলেই সব ছবি বদলাবে বলছেন ফাউলার

আসলে উইঙ্গার হলেও কেরিয়ারের দীর্ঘ সময় সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন রোসি। বিরাশির বিশ্বকাপে তাঁর মহানায়কোচিত পারফরম্যান্স আজও মনে রেখেছে ইতালি। মূলত তিনি একাই ইতালিকে সেই বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন করেছিলেন। ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে ৩-২ গোলে দলকে জেতান রোসি।

আরও পড়ুনঃ টেস্টে ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে করেন জোড়া গোল। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৩-১ গোলে জেতে ইতালি। সেই ম্যাচের প্রথম গোলও তাঁরই করা। ক্রিশ্চিয়ান ভিয়েরি এবং রবার্টো বাজ্জিওর সঙ্গে ইটালির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোল করার রেকর্ড তাঁরই দখলে।

ইতালির হয়ে ৪৮ ম্যাচে করেছেন মোট ২০টি গোল। ১৯৮২ বিশ্বকাপ ইটালি কে প্রায় একার নৈপুণ্যতায় জেতান সেই বছর তিনি বিশ্বকাপে সোনা বল, বুট ও সেই বছর বেলন ডি ও একসঙ্গে জেতেন এটা যে কোনো ফুটবলারের কাছে প্রথম কীর্তি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here