মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা অতিমারির মধ্যেই একের পর এক দুঃসংবাদ আছড়ে পড়ছে। সম্প্রতি আমরা হারিয়েছি ভারতীয় ফুটবলার চুনী গোস্বামীকে। এরপর কিছুদিন যেতে না যেতেই আবারও আমরা হারালাম আরও এক বিখ্যাত ফুটবলারকে।
দু’দিন আগেই খবর এসেছিল, ইতালির আটলান্টার মিডফিল্ডার আন্দ্রেয়া রিনাল্ডি শুক্রবার নিজের বাড়িতে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উত্তর ইতালির বাসিন্দা এই ফুটবলারকে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাঁর মস্তিস্কে ক্ষত তৈরি হয়েছে। এরপর হাসপাতালে চিকিৎসার চারদিনের মাথায় প্রয়াত হলেন এই বিখ্যাত ফুটবলার।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পাঁচ ফুটবলার, জুনেই হবে লা লিগা
মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ববাসীর মন জয় করে নিয়েছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে বেরগামো ক্লাবে যুক্ত হয়েছিলেন আন্দ্রেয়া। অনুর্ধ্ব ১৭ ও ১৯ ইতালিয় সুপার কাপ জিতেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আটলান্টা ক্লাব। এত অল্প বয়সে এইরকম এক প্রতিভাকে হারিয়ে শোকস্তব্ধ ফুটবল জগত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584