নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্বপ্নভঙ্গ হল ইংল্যান্ডের। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ইউরো চ্যাম্পিয়ান হল ইতালি।নির্ধারিত সময় সহ অতিরিক্ত সময়ে ফলাফল ১-১ থাকার পর পর পেনাল্টিতে ৩-২ গোলে জিতে দীর্ঘ ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ান হল ইতালি।
ম্যাচের ৩ মিনিটের মাথায় লুক সাউর গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধে এটাই একমাত্র গোল।তার পর দ্বিতিয়ার্ধে একে অপরের বিরুদ্ধে মুহুর্মুহু আক্রমণ শানাতে শুরু করে দু দলই।ম্যাচের ৬৭ মিনিটে ইতালির হয়ে সমতা ফেরান হলুদ কার্ড দেখা বনুসি।তবে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ অমিমাংসিত থাকায় ১৫ মিনিট করে আরও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হয়। দু’দলের সামনে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোলে পর্যবসিত করতে সক্ষম হয়নি কেউই। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ইতালি। শেষ গোল আটকে অন্যতম হিরো হয়ে মাঠ ছাড়েন ইতালির গোলরক্ষক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584