মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণ রুখতে যখন ভারতে দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন। ঠিক তখনই লকডাউন শিথিল করার ভাবনায় বিভোর করোনা ভাইরাসের কারণে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালি। করোনা ভাইরাসের জেরে যে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ইতালিতে, তা শিথিল করতে চলেছে সেখানকার সরকার।

ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে স্বীকার করেছেন যে, দেশটি লকডাউন আরো শিথিল করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে “সুনির্দিষ্ট ঝুঁকি” রয়েছে। তিনি বলেন, “সংক্রমণের রেখা” আবারো উর্ধ্বমুখী হতে পারে, কিন্তু ভ্যাকসিনের জন্য বসে থাকার মতো ক্ষমতা দেশটির আর নেই। জুজেপ্পে কন্তে ঘোষণা করেছেন যে, ইতালিতে প্রবেশ এবং দেশটি থেকে বাইরে যাওয়া, ইতালির মধ্যেই ভ্রমণ আগামী ৩জুন থেকে চালু হবে।
আরও পড়ুনঃ মৃত অবস্থায় উদ্ধার ইসরাইলে অবস্থিত চিনা দূত
২৫ মে থেকে শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুল এবং খেলাধুলা কেন্দ্রগুলো, এবং ১৫ জুন থেকে সিনেমা ও থিয়েটার খুলবে। বিবিসি বাংলার খবরানুযায়ী, দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে না গিয়েই ইতালিতে প্রবেশ করতে পারবে ইউরোপীয় পর্যটকরা। টানা দু’মাসেরও বেশি সময় লকডাউনে থাকার পর নতুন ঘোষিত এসব পদক্ষেপ দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে। ইতালির কর্মকর্তা জানান, দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ হাজার ৭৬৩ জন মানুষের মৃত্যু হয়েছে যা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পর সর্বোচ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584