নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
করোনা যুদ্ধের পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের পত্রযুদ্ধে উত্তাল রাজ্যনীতি। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে স্মরণ করিয়ে দেন যে, রাজ্যপাল মনোনীত কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত। তার প্রত্যুত্তরে রাজ্য মুখ্যমন্ত্রীকে মুসলিম তোষনকারী বলে উল্লেখ করে পত্র দেন। আজ রাজ্যপালের সেই চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় সংবিধান প্রদত্ত রাজ্যপালের সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দিয়ে উল্লেখ করেন সুপ্রিমকোর্টের বিভিন্ন রায়।
একইসাথে রাজ্যপালের আনা ২০টি অভিযোগ উদ্ধৃত করে কড়া জবাব দিয়েছেন বলেই সূত্রের খবর।রাজ্যপালের ভাষা অপমানজনক এবং নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, স্বাধীন ভারতের কোন রাজ্যপাল এমন করেনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584