মুম্বইকে হারানো কঠিন মানছেন হাবাস

0
50

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সোমবার ফতোরদা স্টেডিয়ামে চলতি আইএসএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ ম্যাচে মূলত দুই স্প্যানিশ কোচের কৌশলের লড়াই। কার কৌশল কাকে টেক্কা দেবে, তা বোঝা যাবে সোমবার রাতে, ম্যাচের পরে।

Antonio Habas | newsfront.co

এই মুহূর্তে এই ম্যাচকে লীগের সেরা লড়াইয়ের তকমা দেওয়া হলেও দুই দলের কোচই কিন্তু এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে চান না। দু’জনেই তাঁদের দলের ফুটবলারদের আর পাঁচটা ম্যাচের মতোই মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।

বাড়তি চাপ নিক তাঁদের দলে ছেলেরা, তা চান না আন্তোনিও লোপেজ হাবাস ও সের্খিও লোবেরা।ক নম্বরে মুম্বই ও দুইয়ে হাবাস-বাহিনী। সেই জন্যই এমন সম্ভাবনার কথা ভাবছেন অনেকে। তবে এমন সম্ভাবনা কার্যত উড়িয়েই দিচ্ছেন সবুজ মেরুন বাহিনীর প্রধান কোচ হাবাস।

আরও পড়ুনঃ মুস্তাকের আগে বাংলা দলের ট্রেনার ও ম্যানেজারের করোনা

তিনি বলছেন অন্য কথা, “আমার মনে হয় না, মুম্বই শুধু আক্রমণই করে। গতিময় ফুটবল ও কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা ওদের বৈশিষ্ট। ওদের আটকানো বেশ কঠিন। কারণ, ওরা বল নিয়ে বেশির ভাগ সময়ই সামনের দিকে এগোয়। তাই বলে এই লড়াইটা ওদের অ্যাটাকের সঙ্গে আমাদের ডিফেন্সের, এটা আমি মানতে রাজি নই। ফুটবল মানেই আক্রমণ ও রক্ষণ। দুই দলকেই আজ একদিক থেকে আর একদিকে উঠতে দেখা যাবে”-ধারণা হাবাসের।

আরও পড়ুনঃ বর্ণবিদ্বেষ মন্তব্যে অশান্ত বিরাটের টুইট, ক্রিকেট অস্ট্রেলিয়াকে তদন্ত করার নির্দেশ আইসিসি’র

রবিবার এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই ব্যাখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, “ম্যাচের গুরুত্ব নির্ভর করে পরিস্থিতির ওপর। এখন এই ম্যাচটা লিগ তালিকার প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে। দু-তিন সপ্তাহ পরে হয়তো এই ম্যাচটার আর এরকম গুরুত্ব থাকবে না। তিন পয়েন্ট পাওয়ার জন্য আমরা যে ভাবে খেলি, সে ভাবেই খেলব কাল”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here