১৯৩০-র মহামন্দার ধাক্কা সামলানো ১১৮ বছরের পুরানো কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে

0
51

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি যে কোমায় চলে গেছে সেটা বিগত কিছু দিন ধরেই আমরা দেখেছি ।লকডাউনের ফলে বন্ধ অর্থনীতি। বহু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো অফিসে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। আবার অনেক অফিসে কর্মীদের বেতন দেওয়া বন্ধ করেছে, কোনো অফিস বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে।

J C PENNY | newsfront.co
ছবিঃ দি নিউইয়র্ক টাইমস

এবার লকডাউনের ধাক্কায় ১১৮ বছরের পুরোনো মার্কিন চেইন ডিপার্টমেন্ট স্টোর জেসি পেনি দেউলিয়া হওয়ার পথে। জেসি পেনি কর্তৃপক্ষ দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। এই জেসি পেনি যুক্তরাষ্ট্রে ৮৫০টির বেশি স্থানে পোশাক, প্রসাধনসামগ্রী ও গয়না বিক্রি করে। প্রায় ৮০ হাজার কর্মী কাজ করেন এই কোম্পানিতে।

জানা গেছে যে তাদের ৫০ কোটি ডলার নগদ রয়েছে ইতিমধ্যে কয়েকটি স্টোর বন্ধ করে দিয়েছে তারা। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল সোলতাও বলেন, ‘করোনাভাইরাস আমাদের পরিবার, আমাদের প্রিয়জন, আমাদের কমিউনিটি ও আমাদের দেশের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে।মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দেশটিতে খুচরা বিক্রি কমেছে রেকর্ড পরিমাণ, ১৬ দশমিক ৪ শতাংশ।”

১৯৩০ সালের মহামন্দা পার করেছে এই কোম্পানি। কিন্তু এই বছরের এতটাই মন্দা দেখা দিয়েছে যার ফলে তারা দেউলিয়া বলে ঘোষণা করছে |১৯০২ সালে ওয়াইয়োমিং এ এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন জেমস ক্যাস পেনি।

বিংশ শতাব্দীতে এসে বেশ ভালো ব্যবসা করছিল তারা কিন্তু সমস্যা শুরু হলো অনলাইন শপিংয়ের শুরু হওয়ায়,যুগের সাথে সে ভাবে তাল মেলাতে না পেরে গত দু-তিন বছর ধরেই অনেকগুলো স্টোর বন্ধ করে দিয়েছিলো কিন্তু এই বছর এতটাই ভয়ানক পরিস্থিতি যা কোনো ভাবে সামাল দিতে পারলো না তারা। ফলে দেউলিয়া ঘোষণা করল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here