উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কলকাতায় পা রেখেই তৃণমূলকে লক্ষ্য করেই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, “এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উপড়ে ফেলে দু’শো আসন পাবে বিজেপি। আমরা বিধানসভায় দুটি আসন থেকে থেকে দুই তৃতীয়াংশ আসন পেতে চলেছি।“
তিনি বলেন, “লকডাউনে বিজেপি কর্মীরা ভালো কাজ করেছে। রেশন বণ্টন করেছে বিজেপি কর্মীরা ৷ মমতা আমাদের পার্টিকে বিরক্ত করতে কোনও কসুর রাখেনি ৷ তাই এখানে এলে দুঃখ হয়, লজ্জাও লাগে ৷”
নাড্ডা দাবি করেন,” সোনার বাংলা বলে পরিচিত বাংলায় হিংসা, উন্নয়নের বিরুদ্ধ কাজ চলছে। আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে ৷ পুলিশের রাজনীতিকরণ হচ্ছে ৷ বাংলায় তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে ৷”
সর্বভারতীয় বিজেপির শীর্ষ নেতা তোপ দাগেন, ”তৃণমূল পরিবারের পার্টি কিন্তু বিজেপি-র পার্টিই পরিবার কার্যালয় থেকে বিজেপি চলে। অসহিষ্ণুতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে কৃষকরা রাজস্থানে বিজেপিকে আশীর্বাদ করেছে। বাংলার জন্য বিজেপি বড় লড়াই লড়েছে। দু’হাজার চোদ্দ সালে আমাদের আসন ছিল দুই। দুহাজার আঠারো সালে আমাদের আসন সংখ্যা একুশ ৷ আর দু’হাজার একুশ সালে সেটা দুশোতে পৌছাঁবে ৷ শেষ ল্যাপ বাকি আছে ৷ মমতার সরকারকে উপড়ে ফেলে বিজেপি সরকার গড়বে ৷”
আরও পড়ুনঃ উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের
একই সাথে নাড্ডা দাবি করেন, “ভারতীয় জনতা পার্টির সঙ্গে বাংলার বিশেষ সম্পর্ক রয়েছে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান পূরণ করছেন মোদী, অমিত শাহ।“
আরও পড়ুনঃ আবার শ্বাসকষ্ট, হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য
বুধবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও আক্রমণ করেন। বলেন, ‘‘মমতার আর এক নাম অসহিষ্ণুতা। রাজ্যে তৃণমূল সরকারের আমলে অসহিষ্ণুতা বেড়েই চলেছে।“ নাড্ডার কথায়, ‘‘রাজ্যে ১৩০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। আমি নিজে ১০০ জনের তর্পণ করেছি। এটা কোন বাংলা?’’ তাঁর দাবি, বাংলায় রাজনৈতিক অসহিষ্ণুতার পরিচয় দিয়ে চলেছে তৃণমূল।
বুধবার কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলায় বিজেপি ৯টি নির্বাচনী কার্যালয়েরও উদ্বোধন করেন নাড্ডা। এ দিন তিনি জানান, আগামী দিনে মোট ৩৮টি কার্যালয় তৈরি হবে। ই-লাইব্রেরি থাকবে প্রতি কার্যালয়ে। কনফারেন্স হল থাকবে। বড় সভা করার জায়গা থাকবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘পার্টি অফিস আর কার্যালয়ে অনেক তফাৎ। বিজেপি কার্যলয়ে বিশ্বাস করে। কার্যালয় আসলে সংস্কারের কেন্দ্র।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584