উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের প্রস্তাব ফিরিয়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেসনেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিধায়ক দেবপ্রসাদ রায় (মিঠু)। শনিবার তাঁর সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর সংস্থা ‘আইপ্যাক’ সূত্রের খবর, দেবপ্রসাদকে প্রথমে উত্তরবঙ্গে তৃণমূলের হয়ে দাঁড়াতে বিধানসভার টিকিট ও পরে রাজ্যসভায় সাংসদ করে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।
দেবপ্রসাদ জানিয়ে দেন, ‘ভবিষ্যতে হয়ত কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারি। কিন্ত সেটা
ভোটের টিকিটের জন্য নয়।’দেবপ্রসাদ রায় পরে জানান, ‘‘আমাকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি ‘না’ বলে দিয়েছি।’’
আরও পড়ুনঃ অধিকারী পরিবারকে নাম না করে ‘মীরজাফর কোম্পানি’ বলে কটাক্ষ অভিষেকের
তিনি আরো বলেন,‘আমি তো বরাবরই বলে এসেছি, যব তক হাত, তব তক কংগ্রেস কা সাথ।’’ তা হলে তিনি কেন পিকে-র সঙ্গে দেখা করলেন? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, ‘‘ওর অনেক নাম শুনেছি। সে কারণে ওকে একবার দেখার ইচ্ছে হয়েছিল। তাই উনি যখন ডেকে পাঠালেন তাই দেখতে গেলাম।’’
প্রবীণ কংগ্রেসিনেতা আরও জানাচ্ছেন, বাম-কংগ্রেস জোটের বিবিধ কাজকর্ম নিয়ে ক্ষোভ থাকলেও বিধানসভা ভোটে তিনি কংগ্রেসের হয়েই কাজ করবেন। তাঁর কথায়, ‘‘আমরা ঠিক না ভুল, সেটা তো আমরা ঠিক করি না। মানুষ ঠিক করে দেয়।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584