এক টুইটের মূল্য ছাড়িয়ে গেল ৮৮হাজার মার্কিন ডলার!

0
84

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একটি টুইটের মূল্য ৮৮ হাজার মার্কিন ডলারেরও বেশি! টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সের ১৫ বছর আগে করা টুইটের দাম উঠলো ৮৮,৮৮৮.৮৮ হাজার মার্কিন ডলার।

Jack Dorsey | newsfront.co
জ্যাক ডোর্সে

টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে সিদ্ধান্ত নেন টুইটার প্ল্যাটফর্মে তাঁর প্রথম করা টুইটটি নিজের ইউনিক ডিজিটাল সিগনেচার হিসেবে সংরক্ষণ করার। এই সংক্রান্ত একটি ওয়েবসাইটে টুইটটি নন ফানজিবল টোকেন হিসেবে বিক্রি করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়ে টুইটার মার্কেট প্লেসে সেকথা প্রকাশ করেন তিনি। আর তার কয়েক মিনিটের মধ্যে সেই টুইটের দাম পৌঁছয় ৮৮,৮৮৮.৮৮ মার্কিন ডলারে।

২০০৬ সালের মার্চ মাসে ডোর্সের করা প্রথম টুইটটি ছিল “just setting up my twttr”।

আরও পড়ুনঃ শীর্ষে হরিয়ানা, ফেব্রুয়ারিতে দেশে বেকারত্ব বৃদ্ধি ৬.৯শতাংশঃ সিএমআইই রিপোর্ট

নন ফানজিবল টোকেন হলো এক বিশেষ ধরণের ফাইল যা ব্যক্তির ইউনিক ডিজিটাল সিগনেচার হিসেবে থেকে যায়। অর্থাৎ কোন ভিডিও বা ছবি বা কোন কিছুর লিংক একেবারে প্রথম কে পোস্ট করেন তার যাবতীয় তথ্য সেখানে পাওয়া যায়।

শুক্রবার ডোর্সের এই সিদ্ধান্ত সামনে আসার পর আজ শনিবার অব্দি তাঁর প্রথম করা টুইটের মূল্য নির্ধারিত হয়ে রয়েছে এক লক্ষ মার্কিন ডলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here