‘শিখছি ও ভাবছি’, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভিডিও বার্তায় বললেন জ্যাক মা

0
67

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রায় তিন মাস নিখোঁজ ছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। এরপর বুধবার সকালে চীনের প্রত্যন্ত অঞ্চলের ১০০ শিক্ষকের সামনে একটি ভিডিও বার্তা দিয়েছেন জ্যাক মা। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘আমি শিখছি ও ভাবছি।’

Jack Ma | newsfront.co

গত ২৪ অক্টোবর সাংহাইয়ে অনুষ্ঠিত একটি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনার পর থেকে নিখোঁজ ছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাটি নিয়ে ইতিমধ্যুই জল্পনা ছড়িয়েছে। কিন্তু বুধবার ৫০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপেই জ্যাক মা তাঁর গত তিন মাসের আড়ালে থাকার কারণ বলে দিয়েছেন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনা উদ্যোক্তাদের উদ্দেশে জ্যাক মা বলেছেন, তাঁদের অবশ্যই দেশের ‘গ্রামীণ পুনরুজ্জীবন এবং সাধারণ সমৃদ্ধি’র লক্ষ্য নিয়ে সেবা করতে হবে।

চীনের ঝেজিয়াং প্রদেশের তিয়ানমু নিউজ গতকাল বুধবার জ্যাক মার ভিডিও চিত্রটি প্রচার করেছে। ওই ভিডিওতে দাতব্য সংস্থা জ্যাক মা ফাউন্ডেশনের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন বলে জ্যাক মার দাতব্য সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ কাবুলে গুলিতে নিহত সুপ্রিম কোর্টের দুই মহিলা বিচারপতির

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা মূলত ইংরেজির শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে আলিবাবা থেকে অবসর নিলেও ৫৬ বছর বয়সী জ্যাক মাকে এখনো তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য ও চীনের বেসরকারি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রধান চরিত্র হিসেবেই দেখা হয়।

আরও পড়ুনঃ ট্রাম্পের অভিবাসন নীতি-সহ ১৭ আদেশ বদলে সই বিডেনের

গত অক্টোবরে চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পরপরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, আলিবাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের তদন্ত শুরু করে চীনা কর্তৃপক্ষ। এ ছাড়া অ্যান্ট গ্রুপ থেকে এই প্রতিষ্ঠানের অনলাইন আর্থিক সেবা দেওয়া বিভাগকে আলাদা করে ফেলারও নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই নিখোঁজ হন জ্যাক মা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here