অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার জ্যাক ক্যালিসকে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রধান কোচ ক্রিস সিলভারউডের কোচিং স্টাফদের সাথে কাজ করবেন ক্যালিস। পাশাপাশি জিতেন প্যাটেলকে স্পিন এবং জেমস ফস্টারকে উইকেটরক্ষক পরামর্শক হিসেবে নিয়োগ করল ইসিবি।
এ ব্যাপারে এক বিবৃতিতে ইসিবি জানায়, “ক্রিকেট ইতিহাসের সেরা অল-রাউন্ডারদের একজন ক্যালিস। কোচ হিসেবেও ভালো অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও নিজ দেশের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। ক্যালিসের অভিজ্ঞতা আমাদের দলের জন্য সহায়ক হবে।“
আরও পড়ুনঃ কোহলির ছোটবেলার কোচ এবার দিল্লি রঞ্জি দলের কোচের দায়িত্বে
এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ করেছেন ক্যালিস। কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনি প্রোটিয়া দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে গত বছর ইংল্যান্ডকে যে সিরিজে প্রোটিয়ারা ৩-১ ব্যবধানে হারিয়েছিল সেই সিরিজে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যালিস। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ জানুয়ারি থেকে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে শুরু দ্বিতীয় তথা শেষ টেস্ট।
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেট দলের পাশে অমিতাভ
দক্ষিণ আফ্রিকার সেরা অল-রাউন্ডার জ্যাক ক্যালিস। ১৬৬টি টেস্ট ম্যাচ খেলে ১৩,২৮৯ রান করেছেন ক্যালিস। ৩২৮ ওয়ানডেতে তার সংগ্রহ ১১৫৭৯ রান এবং ২৫টি টি-২০ ৬৬৬ রান। বল হাতে টেস্টে ২৯২টি, ওয়ানডেতে ২৭৩টি ও টি-২০ তে ১২ উইকেট রয়েছে ক্যালিসের ঝুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584