এবার থেকে সপ্তাহে দু’দিন খোলা থাকবে যাদবপুরের সেন্ট্রাল লাইব্রেরি

0
50

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ক্লাস বন্ধ, লাইব্রেরিও বন্ধ। তবে এখন থেকে নিয়ম করে সপ্তাহে দু’দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি খোলা থাকবে। বিশ্ববিদ্যালায়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।

Jadavpur University | newsfront.co
ফাইল চিত্র

বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ও বৃহস্পতিবার সেন্ট্রাল লাইব্রেরি খোলা থাকছে। স্বাভাবিক আফিসের সময় মতোই এই দু’দিন গ্রন্থাগার খোলা থাকছে। কিন্তু এই লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এখন বন্ধ।

আরও পড়ুনঃ প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের পড়ুয়াদের পাঠ্য পুস্তকে ঢুকে পড়ল করোনা ভাইরাস

তাহলে লাইব্রেরি খোলা থাকলে সেখানে যাবেন কারা? এক অধ্যাপকের কথায়, পড়ুয়ার কি অভাব আছে যাদবপুরে? বহু গবেষক ও ফ্যাকাল্টি এখনও সক্রিয়। গ্রন্থাগার ছাড়াও আরও ৩১ টি প্রশাসনিক বিভাগ খোলা রাখা হচ্ছে। সপ্তাহে তিন দিন করে খোলা থাকছে প্রো ভিসি, রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন অফ স্টুডেন্টস এর দফতর।

আরও পড়ুনঃ চিনা মাঞ্জা-সহ সব মাঞ্জা নিষিদ্ধ রাজ্যে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রো ভিসি, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন অফ স্টুডেন্ট এই দফতরগুলি সোম, বুধ ও শুক্রবার খোলা থাকছে। রেজিস্ট্রারের অফিস খোলা থাকছে সোম, বৃহস্পতি ও শুক্রবার। অ্যাসিস্ট্যান্ট ও জয়েন্ট রেজিস্ট্রারের দফতর খোলা থাকছে প্রতি সোমবার। ডিন FET ও সায়েন্স খোলা থাকছে সোমবার ও শুক্রবার।

আর্টস ডিন ও রুশা সেল বুধ ও শুক্রবার খোলা থাকছে। যতদিন না নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ততদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই রুটিনই বহাল থাকবে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here