তন্ময় মণ্ডল, কলকাতাঃ
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি’র সমর্থনে বিজেপির একটি সভা ঘিরে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড এলাকায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে হেনস্থা ও যাদবপুরের দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
গতকাল ৮বি বাসস্ট্যান্ডের সামনে এনআরসি এবং সিএএ-র পক্ষে একটি সভা আয়োজন করেছিল বিজেপি। সমাবেশে বিজেপি-র এক দলীয় সদস্য যাদবপুরের শিক্ষার্থীদের সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ করা নিয়ে মন্তব্য করেন, “যাদবপুরের পড়ুয়ারা সবাই বিধর্মী, বেইমানের দল। এরা সবসময় দেশদ্রোহী স্লোগান দেয়।”
আরও পড়ুনঃ নতুন বছরে বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি
ওই বিদেপি সদস্যের বক্তব্যের প্রতিবাদ করায় নিগৃহীত হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপিকা দয়িতা মজুমদারকে। অধ্যাপিকাকে এভাবে হেনস্থা হতে দেখে তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান যাদবপুরেরই দুই ছাত্র। তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ওই অধ্যাপিকা ফেসবুকে গোটা ঘটনার একটি পোস্ট দিয়েছেন, যেখানে বলা হয়েছে বিজেপির সিএএ সমর্থনের জনসমাবেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে অযৌক্তিক কুৎসা রটানো হয়। ওই বক্তার মন্তব্যের প্রতিবাদ করায় অধ্যাপিকাকে নিগৃহীত হতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584