নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে অভিযুক্ত অধ্যাপককে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। লিঙ্গুইস্টিক্সের এক অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্রী যাদবপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত অধ্যাপককে তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এদিন সাংবাদিকদের জানান, গুরুতর এই অভিযোগের জেরে অধ্যাপককে তাঁর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন ওই পদে ফিরতে পারবেন না তিনি, দোষ প্রমাণিত হলে পরবর্তীতে উপযুক্ত পদক্ষেপ করবে বিশ্ববিদ্যালয়।
গবেষক ওই ছাত্রী জানিয়েছিলেন, লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যাপক প্রথমে তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। পরে প্রেমের প্রস্তাব দেন, ঘনিষ্ঠতা তৈরি হয় দুজনের মধ্যে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন ওই অধ্যাপক কিন্তু পরে কথা রাখেননি তিনি। যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন ওই ছাত্রী, তার প্রতিলিপি লিঙ্গুইস্টিক্স বিভাগেও পাঠান তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত উপনির্বাচনের পক্ষেই মত রাজ্য নির্বাচনী আধিকারিকদের
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় পুলিশি তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন সেল তাদের তদন্ত শুরু করেছে। আইসিসি-র তদন্তের পরেই এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয়। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584